নতুন দিল্লি, ১২ জুন, ২০২৩
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী রাজস্থানের দৌসায় ‘প্রধানমন্ত্রী মাতৃ বন্দনা যোজনা’-কে ‘গোদ ভরাই’ অনুষ্ঠান হিসেবে পালন করায় প্রশংসা করেছেন।
রাজস্থানের দৌসার সাংসদ শ্রীমতী জাসকৌর মীনা জানান, রাজস্থানের দৌসায় তাঁরা ‘প্রধানমন্ত্রী মাতৃ বন্দনা যোজনা’-কে ‘গোদ ভরাই’ অনুষ্ঠান হিসেবে পালন করেছেন। এখানে গর্ভবতী মহিলারা একসঙ্গে আসেন। তাঁদের শিশুদের সুস্বস্থ্যের কথা চিন্তা করে ‘পোষণ কিট’ দেওয়া হয়।
তিনি আরও জানান, রাজস্থানে ২০২২-২৩ সালে এই প্রকল্প থেকে উপকৃত হয়েছেন ৩.৫ লক্ষ মহিলা।
দৌসার সাংসদের একগুচ্ছ ট্যুইটের জবাবে প্রধানমন্ত্রী তাঁর ট্যুইটে বলেন;
“দৌসার এই বিশেষ অনুষ্ঠান ‘প্রধানমন্ত্রী মাতৃ বন্দনা যোজনা’-কে নতুন আলো দেখিয়েছে। এর থেকে মায়েদের পাশাপাশি শিশুদের স্বাস্থ্য সুরক্ষাও সুনিশ্চিত হচ্ছে।”
CG/PM/AS
दौसा की यह अनूठी पहल प्रधानमंत्री मातृ वंदना योजना को नई ऊर्जा देने वाली है। इससे माताओं के साथ-साथ शिशुओं की स्वास्थ्य सुरक्षा भी सुनिश्चित हो रही है। https://t.co/A6uxbh7o60
— Narendra Modi (@narendramodi) June 12, 2023