Search

পিএমইন্ডিয়াপিএমইন্ডিয়া

সাম্প্রতিক সংবাদ

বিষয়টিকে সরাসরি পিআইবি থেকে নেওয়া হয়েছে

প্রধানমন্ত্রী রচিত ‘গর্ব’-এর সাঙ্গীতিক উপস্থাপনার জন্য ধ্বনি ভানুসালি এবং তানিষ্ক বাগচিকে ধন্যবাদ শ্রী নরেন্দ্র মোদী


নয়াদিল্লি, ১৪ অক্টোবর, ২০২৩

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী বহু বছর পূর্বে তাঁর রচিত কবিতা ‘গর্ব’-এর সাঙ্গীতিক উপস্থাপনার জন্য ধন্যবাদ জানিয়েছেন শিল্পী ধ্বনি ভানুশালি, তানিষ্ক বাগচি এবং Jjust_Music-এর পুরো টিমকে। প্রধানমন্ত্রী আরও জানিয়েছেন যে আগামী নবরাত্রিতে তিনি একটি নতুন ‘গর্ব’ সকলের কাছে তুলে ধরবেন।

এই প্রসঙ্গে সমাজমাধ্যমে পোস্ট করা এক বার্তায় শ্রী মোদী বলেছেন :

“আমি ধন্যবাদ জানাই @dhvanivinod, তানিষ্ক বাগচি এবং @Jjust_Music  টিমের সকল সদস্যকে কারণ বহু বছর আগে আমি যে ‘গর্ব’ কবিতাটি রচনা করেছিলাম, তাঁদের প্রচেষ্টায় তার সাঙ্গীতিক উপস্থাপনা বাস্তবায়িত হয়েছে। এর সঙ্গে যুক্ত রয়েছে আমার বহু স্মৃতি। বহু বছর ধরে আমি আর কোনো লেখালেখি করিনি, তবে গত কয়েকদিনের চেষ্টায় আমি একটি নতুন ‘গর্ব’ লিখে ফেলেছি। আগামী নবরাত্রিতে আমি সেটি সকলের কাছে প্রকাশ করব। #SoulfulGarba”

PG/SKD/DM