নয়াদিল্লি, ০৫ জুন, ২০২৪
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী বিশ্ব পরিবেশ দিবসে ‘মায়ের জন্য একটি গাছ’ প্রচারাভিযানের সূচনা করেছেন। শ্রী মোদী দিল্লির বুদ্ধ জয়ন্তী পার্কে একটি অশ্বত্থ গাছের চারা রোপণ করেছেন। আমাদের পৃথিবীকে আরও সুন্দর করে তুলতে সকলকে অবদান রাখার অনুরোধ করেছেন।তিনি জানিয়েছেন, গত এক দশকে ভারত অসংখ্য সম্মিলিত প্রয়াস গ্রহণ করেছে, যার ফলে দেশে বনাঞ্চল বৃদ্ধি পেয়েছে। তিনি আরও বলেছেন, সুস্থায়ী উন্নয়নের লক্ষ্যে আমাদের এই প্রয়াস খুবই ভালো।
এক্স পোস্টে একাধিক বার্তায় প্রধানমন্ত্রী বলেছেন:
“আজ বিশ্ব পরিবেশ দিবসে #एक_पेड़_माँ_के_नाम প্রচারাভিযান শুরু করতে পেরে খুবই আনন্দিত। আমি ভারত ও বিশ্বের সকলকে মায়ের প্রতি শ্রদ্ধা জানাতে আগামীদিনে একটি করে গাছ লাগাতে আহ্বান জানাচ্ছি। আপনারা #Plant4Mother বা #एक_पेड़_माँ_के_नाम ব্যবহার করে একটি ছবি সকলের সঙ্গে ভাগ করে নিন”।
“প্রকৃতি মায়ের রক্ষায় এবং সুস্থায়ী জীবনধারা বেছে নিতে আমাদের প্রতিশ্রুতি অনুযায়ী আজ সকালে আমি একটি চারাগাছ রোপণ করেছি। এই পৃথিবীকে আরও সুন্দর করে তুলতে অবদান রাখার জন্য আমি আপনাদের অনুরোধ করছি। #Plant4Mother #एक_पेड़_माँ_के_नाम”।
“আপনারা জেনে আনন্দিত হবেন যে, গত এক দশকে ভারত অসংখ্য সম্মিলিত প্রয়াস গ্রহণ করেছে। এর ফলে, দেশে বনাঞ্চল বৃদ্ধি পেয়েছে। সুস্থায়ী উন্নয়নের লক্ষ্যে আমাদের এই প্রয়াস খুবই ভালো। এও প্রশংসনীয় যে, স্থানীয় সম্প্রদায়গুলি এই উপলক্ষে এগিয়ে এসেছে এবং এক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করেছে”।
PG/SS/SB