Search

পিএমইন্ডিয়াপিএমইন্ডিয়া

সাম্প্রতিক সংবাদ

বিষয়টিকে সরাসরি পিআইবি থেকে নেওয়া হয়েছে

প্রধানমন্ত্রী মন কি বাত অনুষ্ঠানের জন্য জনসাধারণের মতামত আহ্বান করেছেন


নয়াদিল্লি, ১৩ ডিসেম্বর, ২০২২

 

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আগামী মন কি বাত অনুষ্ঠানের জন্য জনসাধারণের মতামত আহ্বান করেছেন। প্রতি মাসে সম্প্রচারিত এই বেতার অনুষ্ঠানটি ২৫ ডিসেম্বর সকাল ১১টায় প্রচারিত হবে। NaMo App অথবা MyGov – এ এই অনুষ্ঠানের বিষয়ে যে কেউ তাঁর মতামত পাঠাতে পারেন। 1800-11-7800 নম্বরে ফোন করেও অনুষ্ঠান সম্পর্কে বক্তব্য রেকর্ড করা যাবে।

এক ট্যুইট বার্তায় MyGov – এর আমন্ত্রণটি সকলের সঙ্গে ভাগ করে নিয়ে বলেছেন, “এ মাসের ২৫ তারিখ ২০২২ – এর শেষ #MannKiBaat সম্প্রচারিত হবে। এই অনুষ্ঠানের বিষয়ে আপনাদের মতামতের অপেক্ষায় রইলাম। NaMo App অথবা MyGov – এ এই অনুষ্ঠান সম্পর্কে  আপনারা মতামত পাঠাতে পারেন। 1800-11-7800 নম্বরে ফোন করেও অনুষ্ঠান সম্পর্কে বক্তব্য রেকর্ড করা যাবে।

 

PG/CB/SB