নয়াদিল্লি, ১৬ ফেব্রুয়ারি, ২০২৩
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী মধ্যপ্রদেশের রেওয়া জেলার মানুষকে নির্মীয়মান বিমানবন্দরের জন্য অভিনন্দন জানিয়েছেন। শ্রী মোদী বলেছেন এই বিমানবন্দর তৈরি হলে রেওয়া এবং আশপাশের এলাকার মানুষের জীবন আরও সহজ হয়ে উঠবে।
রেওয়ার সাংসদ জর্নাদন মিশ্রর এক ট্যুইটের জবাবে প্রধানমন্ত্রী ট্যুইট করে বলেছেন :
“অনেক অনেক ধন্যবাদ। এই বিমানবন্দর তৈরি হলে রেওয়া এবং আশপাশের মানুষের জীবন সহজ হবে এবং বিকাশ হবে দ্রুতগতিতে।”
PG/AP/DM/
बहुत-बहुत बधाई। इस हवाई अड्डे के बनने से रीवा और आसपास के लोगों का जीवन आसान होगा और वे विकास की तेज रफ्तार से जुड़ेंगे। https://t.co/DqM4NOtPwT
— Narendra Modi (@narendramodi) February 16, 2023