নয়াদিল্লি, ১৩ ডিসেম্বর, ২০২৩
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করায় ডঃ মোহন যাদব এবং উপ-মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করায় শ্রী জগদীশ দেওড়া এবং রাজেন্দ্র শুক্লাকে অভিনন্দন জানিয়েছেন।
সামাজিক মাধ্যমে এক্স-এ এক বার্তায় প্রধানমন্ত্রী বলেছেন :
“দেশের হৃদয়স্থলে থাকা মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রীর পদে শপথ গ্রহণ করার জন্য ডঃ মোহন যাদবজি এবং উপ-মুখ্যমন্ত্রী জগদীশ দেওড়াজি এবং রাজেন্দ্র শুক্লাজিকে আন্তরিক অভিনন্দন জানাই। আপনাদের নেতৃত্বে এই রাজ্যে ডবল ইঞ্জিন সরকার দ্বিগুণ বেগে কাজ করবে এবং উন্নয়নের নতুন উচ্চতায় পৌঁছবে বলে আমি মনে করি। এই প্রসঙ্গে আমার পরিবারের সকল সদস্যকে এ বিষয়ে নিশ্চিত আশ্বাস প্রদান করছি যে, বিজেপি সরকার আপনাদের জীবনযাত্রাকে আরও সহজ করে তোলার জন্য সব ধরনের উদ্যোগ নেবে।”
PG/CB/DM
देश के हृदयस्थल मध्य प्रदेश के मुख्यमंत्री पद की शपथ लेने पर डॉ. मोहन यादव जी और उप मुख्यमंत्री जगदीश देवड़ा जी एवं राजेंद्र शुक्ला जी को हार्दिक बधाई! मुझे विश्वास है कि आपके नेतृत्व में राज्य में डबल इंजन सरकार दोगुने जोश के साथ काम करेगी और विकास के नए प्रतिमान गढ़ेगी। इस… pic.twitter.com/wCkscH0l2M
— Narendra Modi (@narendramodi) December 13, 2023