Search

পিএমইন্ডিয়াপিএমইন্ডিয়া

সাম্প্রতিক সংবাদ

বিষয়টিকে সরাসরি পিআইবি থেকে নেওয়া হয়েছে

 প্রধানমন্ত্রী মণিপুরের নোনে জেলার বাস দুর্ঘটনায় প্রাণহানিতে শোক প্রকাশ করেছেন


নয়াদিল্লি,  ২১  ডিসেম্বর, ২০২২

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী মণিপুরের নোনে জেলার মর্মান্তিক বাস দুর্ঘটনায় মৃত্যুতে সমবেদনা জানিয়েছেন। প্রধানমন্ত্রী বাস দুর্ঘটনায় নিহতদের নিকটাত্মীয়দের ২ লক্ষ টাকা করে এবং আহতদের ৫০ হাজার টাকা করে প্রধানমন্ত্রী জাতীয় ত্রাণ তহবিল থেকে এককালীন অনুদান দেওয়ার কথা ঘোষণা করেছেন।

প্রধানমন্ত্রীর দপ্তর থেকে ট্যুইট করে বলা হয়েছে;

“মণিপুরের নোনে জেলায় মর্মান্তিক বাস দুর্ঘটনায় প্রাণহানিতে শোকাহত। শোকার্ত পরিবারের প্রতি আমার সমবেদনা। আহতদের দ্রুত আরোগ্য কামনা করি। মণিপুর সরকার ক্ষতিগ্রস্তদের যথা সম্ভব সহায়তা করছে:  PM @narendramodi”।

“বাস দুর্ঘটনায় নিহত প্রত্যেকের নিকটাত্মীয়কে পিএমএনআরএফ থেকে এককালীন অনুদান হিসেবে ২ লক্ষ টাকা দেওয়া হবে। আহতদের দেওয়া হবে :  PM @narendramodi”।

 

PG/AP/NS