নয়াদিল্লি, ১৬ মার্চ, ২০২৩
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী তুতিকোরিন বন্দরের সাফল্যের প্রশংসা করেছেন। এই বন্দরের বাৎসরিক আয় বৃদ্ধি হয়েছে ১১.৩৫ শতাংশ। ১৪ মার্চ, ২০২৩ পর্যন্ত এই বন্দরে ৩৬.০৩ মিলিয়ন টন পণ্য ওঠা-নামা করেছে। ২০২২-২৩ এ জাহাজ মন্ত্রকের ৩৬ মিলিয়ন টনের লক্ষ্যমাত্রা পেরিয়ে গেছে ১৭ দিন আগেই।
তুতিকোরিন চিদাম্বরনার পোর্ট অথরিটির ভিও-র এক ট্যুইটের জবাবে প্রধানমন্ত্রী বলেছেন, “ভালো। ভারতের বন্দর ক্ষেত্রে দ্রুত বৃদ্ধি পাচ্ছে এবং অর্থনৈতিক অগ্রগতিতে অবদান রাখছে”।
PG/AP/SB
Good! India's port sector is growing rapidly and contributing to economic progress. https://t.co/xMWvj0fQrJ
— Narendra Modi (@narendramodi) March 16, 2023