Search

পিএমইন্ডিয়াপিএমইন্ডিয়া

সাম্প্রতিক সংবাদ

বিষয়টিকে সরাসরি পিআইবি থেকে নেওয়া হয়েছে

প্রধানমন্ত্রী বীর বাল দিবসে সাহেবজাদাদের অতুলনীয় সাহস এবং আত্মত্যাগ স্মরণ করেছেন


নয়াদিল্লি,  ২৬ ডিসেম্বর, ২০২৪
 

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ বীর বাল দিবসে সাহেবজাদাদের অতুলনীয় সাহস এবং আত্মত্যাগের কথা স্মরণ করেছেন। প্রধানমন্ত্রী শ্রী মোদী বলেছেন যে, তাঁদের আত্মত্যাগ শৌর্য এবং মূল্যবোধের প্রতি নিষ্ঠার এক উজ্জ্বল উদাহরণ। প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী মাতা গুজরিজি এবং শ্রী গুরু গোবিন্দ সিং জির সাহসের কথাও স্মরণ করেছেন। 

প্রধানমন্ত্রী এক্স-এ পোস্ট করেছেন : 
“আজ বীর বাল দিবসে আমরা সাহেবজাদাদের অতুলনীয় সাহস এবং আত্মত্যাগের কথা স্মরণ করছি। তরুণ বয়সে তাঁরা নিজেদের বিশ্বাস এবং নীতিতে অচল আস্থাবান ছিলেন, প্রজন্মের পর প্রজন্মকে অনুপ্রাণিত করেছেন তাঁদের সাহসের দ্বারা। তাঁদের ওই আত্মত্যাগ শৌর্য এবং মূল্যবোধের প্রতি নিষ্ঠার এক উজ্জ্বল উদাহরণ। আমরা মাতা গুজরিজি এবং শ্রী গুরু গোবিন্দ সিংজির সাহসের কথাও স্মরণ করি। আরও বিবেকী এবং সহমর্মী সমাজ গঠনে তাঁরা যেন সবসময় আমাদের পথ দেখান।” 

PG/ AP /AG