নতুনদিল্লি, ১৬ জুন ২০২৩
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী বিভিন্ন যোগ আসনের একগুচ্ছ চিত্রিত করা ভিডিও সকলের সঙ্গে ভাগ করে নিয়েছেন ।
প্রধানমন্ত্রী ট্যুইটে বলেছেন :
“যোগ ব্যায়াম শরীর ও মন উভয়ের জন্য খুব উপকারী, শক্তি, সহনশীলতা এবং শান্তি বৃদ্ধি করে । আসুন যোগকে আমাদের জীবনের একটি অঙ্গ করে তুলি এবং সুস্থতার পাশাপাশি শান্তির অনুভূতিকে এগিয়ে নিয়ে চলি । বিভিন্ন আসনের একগুচ্ছ চিত্রিত ভিডিও সকলের সঙ্গে ভাগ করে নিচ্ছি “।
CG/SS/CS….
Yoga holds profound benefits for both body and mind, fostering strength, flexibility, and tranquility. Let us make Yoga a part of our lives and further wellness as well as peace. Sharing a set of videos depicting the various Asanas. https://t.co/Ptzxb89hrV
— Narendra Modi (@narendramodi) June 16, 2023