নয়াদিল্লি, ৫ মার্চ , ২০২৫
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ ওড়িশার প্রাক্তন মুখ্যমন্ত্রী বিজু পট্টনায়েকের জন্মবার্ষিকীতে তাঁকে স্মরণ করেছেন। ওড়িশার উন্নয়ন ও জনগণের ক্ষমতায়নে বিজু পট্টনায়েকের ভূমিকার কথাও স্মরণ করেন তিনি।
এক্স-এ এক পোস্টে প্রধানমন্ত্রী বলেন :
“বিজুবাবুকে তাঁর জন্মবার্ষিকীতে স্মরণ করে আমি ওড়িশার উন্নয়ন ও জনগণের ক্ষমতায়নে তাঁর ভূমিকার কথাও মনে করছি। গণতান্ত্রিক আদর্শের প্রতি সম্পূর্ণ প্রতিশ্রুতিবদ্ধ ছিলেন বিজু পট্টনায়েক। জরুরি অবস্থার কঠোর বিরোধীতাও করেছিলেন তিনি।”
SC/PM/NS
Remembering Biju Babu on his birth anniversary. We fondly recall his contribution towards Odisha’s development and empowering people. He was also staunchly committed to democratic ideals, strongly opposing the Emergency.
— Narendra Modi (@narendramodi) March 5, 2025