নয়াদিল্লি, ২১ ডিসেম্বর, ২০২২
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী বিশিষ্ট গমক শিল্পী এবং পদ্মশ্রী পুরস্কার প্রাপ্ত এইচআর কেশব মূর্তির প্রয়াণে গভীর শোক প্রকাশ করেছেন।
প্রধানমন্ত্রী ট্যুইটে বলেছেন:
“আমরা শ্রী এইচআর কেশব মূর্তিকে চিরকাল মনে রাখবো গমক-কে জনপ্রিয় করে তোলার প্রয়াসে এবং কর্ণাটকের অনন্য সংস্কৃতি উদযাপনের জন্য। তিনি চিরকাল স্মরণে থাকবেন বহু ছাত্রকে অনুপ্রাণিত করার জন্য। তাঁর মৃত্যুতে দুঃখিত। তাঁর পরিবার এবং অনুগামীদের সমবেদনা। ওঁ শান্তি।”
PG/AP/NS
We will always remember Shri H.R. Keshava Murthy for his efforts to popurlarise Gamaka and celebrate the unique culture of Karnataka. He will also be remembered for his inspiring mentorship to many students. Pained by his demise. Condolences to his family and admirers. Om Shanti. pic.twitter.com/RtYxNfkv5Q
— Narendra Modi (@narendramodi) December 21, 2022
ಗಮಕವನ್ನು ಜನಪ್ರಿಯಗೊಳಿಸಲು ಮತ್ತು ಕರ್ನಾಟಕದ ವಿಶಿಷ್ಟ ಸಂಸ್ಕೃತಿ ಆಚರಣೆಗಾಗಿ ಶ್ರೀ ಎಚ್.ಆರ್.ಕೇಶವ ಮೂರ್ತಿ ಅವರ ಪ್ರಯತ್ನವನ್ನು ನಾವು ಸದಾ ಸ್ಮರಿಸುತ್ತೇವೆ. ಹಲವು ವಿದ್ಯಾರ್ಥಿಗಳಿಗೆ ಸ್ಫೂರ್ತಿದಾಯಕ ಮಾರ್ಗದರ್ಶನಕ್ಕಾಗಿ ಅವರು ನೆನಪಾಗುತ್ತಾರೆ. ಅವರ ನಿಧನದಿಂದ ನೋವಾಗಿದೆ. ಅವರ ಕುಟುಂಬ ಮತ್ತು ಅನುಯಾಯಿಗಳಿಗೆ ಸಂತಾಪಗಳು. ಓಂ ಶಾಂತಿ. pic.twitter.com/1DagcbFrw1
— Narendra Modi (@narendramodi) December 21, 2022