Search

পিএমইন্ডিয়াপিএমইন্ডিয়া

সাম্প্রতিক সংবাদ

বিষয়টিকে সরাসরি পিআইবি থেকে নেওয়া হয়েছে

প্রধানমন্ত্রী বাসভ জয়ন্তীতে জগৎগুরু বাসভেশ্বরকে শ্রদ্ধা জানিয়েছেন


নতুন দিল্লি,৩ মে ২০২২
 
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ বাসভ জয়ন্তীর পবিত্র অনুষ্ঠানে জগৎগুরু বসভেশ্বরকে শ্রদ্ধা জানিয়েছেন।
 
প্রধানমন্ত্রী ২০২০ সালে তাঁর ভাষণও শেয়ার করেছেন, যেখানে তিনি জগৎগুরু বসভেশ্বর সম্পর্কে বক্তব্য রেখেছিলেন।
 
প্রধানমন্ত্রী ট্যুইট করে বলেছেন
 
“বসভ জয়ন্তীর পবিত্র অনুষ্ঠানে জগৎগুরু বসভেশ্বরকে শ্রদ্ধা জানাই। তাঁর চিন্তাভাবনা এবং আদর্শ বিশ্বজুড়ে লক্ষ লক্ষ মানুষকে শক্তি জুগিয়ে চলেছে। ২০২০ সালে আমার একটি বক্তৃতা শেয়ার করছি,যেখানে আমি জগৎগুরু বসভেশ্বর সম্পর্কে বক্তব্য রেখেছিলাম।”
 
CG/SS