Search

পিএমইন্ডিয়াপিএমইন্ডিয়া

সাম্প্রতিক সংবাদ

বিষয়টিকে সরাসরি পিআইবি থেকে নেওয়া হয়েছে

প্রধানমন্ত্রী : বাজেট শুধুমাত্র অন্তর্বর্তী বাজেটই নয় বরং একটি অন্তর্ভুক্তিমূলক উদ্বাবনী বাজেট

প্রধানমন্ত্রী : বাজেট শুধুমাত্র অন্তর্বর্তী বাজেটই নয় বরং একটি অন্তর্ভুক্তিমূলক উদ্বাবনী বাজেট


নতুন দিল্লি,  ১ ফেব্রুয়ারি ২০২৪

 

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ পেশ হওয়া বাজেটের প্রশংসা করে বলেছেন, “এটি শুধুমাত্র একটি অন্তর্বর্তী বাজেট নয়, বরং একটি অন্তর্ভুক্তিমূলক এবং উদ্ভাবনী বাজেট।” প্রধানমন্ত্রী জোর দিয়ে বলেছেন, “এই বাজেট চলমানতাকে বয়ে নিয়ে চলেছে।” প্রধানমন্ত্রী আরও বলেন, “এই বাজেট উন্নত ভারতের সবকটি স্তম্ভ – যুবা, দরিদ্র, মহিলা এবং কৃষকদের ক্ষমতায়ন করবে।”

অর্থমন্ত্রী নির্মলা সীতারমনের ভাবনাকে সাধুবাদ জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, “নির্মলাজির বাজেট দেশের ভবিষ্যৎ গড়ার বাজেট।” তিনি আরও বলেন, “এই বাজেট ২০৪৭-এর মধ্যে বিকশিত ভারতের ভিত্তি শক্তিশালী করার গ্যারান্টি বহন করছে।”

প্রধানমন্ত্রী মন্তব্য করেন, “এই বাজেট যুব ভারতের প্রত্যাশার প্রতিফলন।” তিনি বাজেটের দুটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের উল্লেখ করে বলেন, “গবেষণা এবং উদ্ভাবনের জন্য এক লক্ষ কোটি টাকার তহবিল ঘোষণা করা হয়েছে।” এছাড়াও তিনি বাজেটে স্টার্টআপদের জন্য কর রেহাই বাড়ানোর কথা উল্লেখ করেন। 

আর্থিক ঘাটতি নিয়ন্ত্রণে রাখার পাশাপাশি মোট ব্যয় এই বাজেটে ঐতিহাসিক বৃদ্ধি ঘটিয়ে ১১,১১,১১১ কোটি টাকায় পৌঁছেছে জানান প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী মোদী বলেন, “অর্থনীতির দৃষ্টিভঙ্গীতে এটা একরকম সুমিষ্ট বিন্দু।” তিনি আরও বলেন যে এটি কয়েক লক্ষ নতুন কর্মসংস্থান সৃষ্টি করবে যুবাদের জন্য। সেই সঙ্গে ভারতে একবিংশ শতাব্দীর আধুনিক পরিকাঠামো গড়ে তুলবে। তিনি এও জানান যে বন্দে ভারত মানের ৪০,০০০ রেল কামরা তৈরি হবে। সেগুলি লাগানো হবে সাধারণ যাত্রীবাহী ট্রেনে। তাতে দেশের বিভিন্ন রেলপথে কোটি কোটি যাত্রীর স্বাচ্ছন্দ্য ও যাত্রার অভিজ্ঞতা বৃদ্ধি করবে। উচ্চতর লক্ষ্য স্থাপনে প্রধানমন্ত্রী বলেন, “আমরা বড় লক্ষ্য স্থির করি এবং তা অর্জন করি এবং তারপর আমাদের জন্য আরও বড় লক্ষ্য রাখি।” দরিদ্র ও মধ্যবিত্ত শ্রেণীর কল্যাণে সরকারের প্রয়াসের উল্লেখ করে তিনি জানান, গ্রাম ও শহরে চার কোটির বেশি বাড়ি তৈরি হয়েছে এবং আরও দু-কোটি বাড়ি তৈরির লক্ষ্য নেওয়া হয়েছে। মহিলা ক্ষমতায়নে জোর দিয়ে প্রধানমন্ত্রী মোদী বলেন, “আমাদের লক্ষ্য ছিল ২ কোটি মহিলাকে লাখপতি বানানো হবে। এখন সেই লক্ষ্য বাড়িয়ে ৩ কোটি লাখপতি করা হয়েছে।” প্রধানমন্ত্রী মোদী আয়ুষ্মান ভারত যোজনার প্রশংসা করেন গরীবদের উল্লেখযোগ্য ভাবে সহায়তা করার জন্য। জানান সুবিধা সম্প্রসারিত করা হবে অঙ্গনওয়াড়ি ও আশাকর্মীদের জন্য। 

বাজেটে দরিদ্র ও মধ্যবিত্ত শ্রেণীদের নতুন সুযোগ তৈরি করে ক্ষমতায়নে সরকারের প্রয়াসের ওপর জোর দিয়ে প্রধানমন্ত্রী বলেন, “ছাদে সৌরশক্তি উৎপাদন অভিযানে ১ কোটি পরিবার বিনামূল্যে বিদ্যুৎ পাবে এবং অতিরিক্ত বিদ্যুৎ সরকারকে বেচে বছরে ১৫ হাজার থেকে ১৮ হাজার টাকা আয় করতে পারবে।”

প্রধানমন্ত্রী আজ ঘোষিত আয়কর রেহাইয়ের উল্লেখ করে বলেন, এতে মধ্যবিত্ত শ্রেণীর ১ কোটি নাগরিক সুবিধা পাবেন। বাজেটে গৃহীত গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত সম্পর্কে শ্রী মোদী ন্যানো ডিএপি ব্যবহার, প্রাণীদের জন্য নতুন কর্মসূচি, পিএম মৎস্যসম্পদ যোজনার প্রসার এবং আত্মনির্ভর তৈলবীজ অভিযানের উল্লেখ করে বলেন, এতে কৃষকদের আয় বাড়বে এবং খরচ কমবে। ভাষণের শেষে প্রধানমন্ত্রী এই ঐতিহাসিক বাজেট নিয়ে সকল নাগরিককে শুভেচ্ছা জানান। 

PG/AP/AS/