নয়াদিল্লি, ০৮ জুন, ২০২২
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী ফ্রান্সের শ্যাত্রেউ আয়োজিত প্যারা শ্যুটিং বিশ্ব কাপে স্বর্ণ পদক জয়ের জন্য মণীষ নারওয়াল ও রুবিনা ফ্রান্সিসকে অভিনন্দন জানিয়েছেন।
এক ট্যুইটে প্রধানমন্ত্রী জানিয়েছেন, “#শ্যাত্রেউ২০২২ – এ ১০ মিটার এয়ার পিস্তল মিক্সড প্রতিযোগিতায় সোনা জয়ে মণীষ নারওয়াল ও রুবিনা ফ্রান্সিসের জন্য গর্বিত।
এই বিশেষ জয়ের জন্য তাঁদের অভিনন্দন। আগামী দিনের প্রয়াসের জন্য তাঁদের শুভেচ্ছা”।
CG/SS/SB
Proud of Manish Narwal and Rubina Francis for winning a Gold in the 10m Air Pistol Mixed event at #Chateauroux2022.
— Narendra Modi (@narendramodi) June 8, 2022
Congratulations to them for this special win. Best wishes for their upcoming endeavours. pic.twitter.com/wIppsJyreK