Search

পিএমইন্ডিয়াপিএমইন্ডিয়া

সাম্প্রতিক সংবাদ

বিষয়টিকে সরাসরি পিআইবি থেকে নেওয়া হয়েছে

প্রধানমন্ত্রী প্যারালিম্পিক্স গেমস্‌ – এ ভারতের এ যাবৎ সেরা প্রদর্শনের জন্য অভিনন্দন জানিয়েছেন


নয়াদিল্লি, ০৮ সেপ্টেম্বর, ২০২৪ 

 

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী প্যারালিম্পিক্স গেমসে এ যাবৎ সেরা প্রদর্শনের প্রশংসা করেছেন। প্যারিসে অনুষ্ঠিত প্যারালিম্পিক্স গেমস্‌ ২০২৪ – এ ২৯টি পদক পেয়েছেন দেশের প্যারা অ্যাথলিটরা, তাঁদের নিষ্ঠা এবং অদম্য মনোবলের প্রশংসা করেছেন প্রধানমন্ত্রী।
এক্স বার্তায় প্রধানমন্ত্রী বলেছেন, “প্যারালিম্পিক্স ২০২৪ বিশেষ এবং ঐতিহাসিক।
ভারত আনন্দে উচ্ছ্বসিত যে আমাদের অসাধারণ প্যারা অ্যাথলিটরা দেশে ২৯টি পদক নিয়ে এসেছেন, যা এই গেমস্‌ – এ ভারতের যোগদানের সময় থেকে এ যাবৎ সেরা প্রদর্শন। 
এই সাফল্য আমাদের অ্যাথলিটদের অদম্য নিষ্ঠা এবং মনোবলের ফলে অর্জিত। তাঁদের খেলোয়াড়ি কৃতিত্ব আমাদের মনে রাখার মতো অনেক মুহূর্ত উপহার দিয়েছে এবং উঠতি অ্যাথলিটদের অনুপ্রাণিত করেছে। 
#Cheer4Bharat”

 

PG/AP/SB