Search

পিএমইন্ডিয়াপিএমইন্ডিয়া

সাম্প্রতিক সংবাদ

বিষয়টিকে সরাসরি পিআইবি থেকে নেওয়া হয়েছে

প্রধানমন্ত্রী, পুলি থেভারের জন্মবার্ষিকীতে তাঁর স্মৃতিতে শ্রদ্ধা জানিয়েছেন


নয়াদিল্লি,  ১  সেপ্টেম্বর, ২০২২

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী পুলি থেভারের জন্মবার্ষিকীতে তাঁর স্মৃতিতে শ্রদ্ধা জানিয়েছেন।

এক ট্যুইট বার্তার প্রধানমন্ত্রী বলেন:

“আমি পুলি থেভারকে তাঁর জন্মবার্ষিকীতে শ্রদ্ধাঞ্জলি জানাই। তাঁর সাহসিকতা ও দৃঢ় মানসিকতা অসংখ্য মানুষকে প্রেরণা যোগায়। সাম্রাজ্যবাদের বিরোধীতায় তিনি অগ্রণী ভূমিকা পালন করেন। সর্বদাই তিনি জনগণের জন্য লড়াই করেছেন।”

“மாவீரன் பூலித்தேவருக்கு அவரது பிறந்த நாளில் வணக்கங்களை செலுத்துகிறேன். அவரது வீரமும் உறுதிப்பாடும் எண்ணற்றோருக்கு ஊக்கமளித்து வருகிறது. முன்னணியில் நின்று அந்நிய ஏகாதிபத்தியத்தை எதிர்த்து போரிட்டவர். மக்களுக்காக எப்போதும் தளராது பாடுபட்டவர்.”

PG/PM/NS