Search

পিএমইন্ডিয়াপিএমইন্ডিয়া

সাম্প্রতিক সংবাদ

বিষয়টিকে সরাসরি পিআইবি থেকে নেওয়া হয়েছে

প্রধানমন্ত্রী পুনেতে সন্ত তুকারামজির উদ্দেশে প্রার্থনা করেছেন


নয়াদিল্লী,  ১৪  জুন, ২০২২

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী পুনেতে সন্ত তুকারামজির উদ্দেশে প্রার্থনা করেছেন। শ্রী মোদী বলেছেন, সন্ত তুকারামের আদর্শ বহু মানুষকে অনুপ্রাণিত করে এবং অন্যকে সেবা করা ও সমাজে সকলের প্রতি করুণা প্রদর্শন করতে উৎসাহিত করে।
 
প্রধানমন্ত্রীর দপ্তর থেকে এক ট্যুইট বার্তায় বলা হয়েছে,
 
“প্রধানমন্ত্রী @narendramodi পুনেতে সন্ত তুকারামজির উদ্দেশে প্রার্থনা করেছেন। সন্ত তুকারামের আদর্শ বহু মানুষকে অনুপ্রাণিত করে এবং অন্যকে সেবা করা ও সমাজে সকলের প্রতি করুণা প্রদর্শন করতে উৎসাহিত করে।”

 

PG/CB/NS