নয়াদিল্লী, ১৪ জুন, ২০২২
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী পুনেতে সন্ত তুকারামজির উদ্দেশে প্রার্থনা করেছেন। শ্রী মোদী বলেছেন, সন্ত তুকারামের আদর্শ বহু মানুষকে অনুপ্রাণিত করে এবং অন্যকে সেবা করা ও সমাজে সকলের প্রতি করুণা প্রদর্শন করতে উৎসাহিত করে।
প্রধানমন্ত্রীর দপ্তর থেকে এক ট্যুইট বার্তায় বলা হয়েছে,
“প্রধানমন্ত্রী @narendramodi পুনেতে সন্ত তুকারামজির উদ্দেশে প্রার্থনা করেছেন। সন্ত তুকারামের আদর্শ বহু মানুষকে অনুপ্রাণিত করে এবং অন্যকে সেবা করা ও সমাজে সকলের প্রতি করুণা প্রদর্শন করতে উৎসাহিত করে।”
PG/CB/NS
PM @narendramodi praying to Sant Tukaram Ji in Pune. The ideals of Sant Tukaram motivate several people. He inspires us to serve others and nurture a compassionate society. pic.twitter.com/SzxGtwOAuM
— PMO India (@PMOIndia) June 14, 2022