প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী লালা লাজপত রাই-এর জন্মবার্ষিকীতে তাঁকে স্মরণ করলেন। এক বার্তায় তিনি বলেছেন, “বীর লালা লাজপত রাই-এর জন্মবার্ষিকীতে তাঁকে স্মরণ করি। তিনি ছিলেন এমন এক স্বপ্নদ্রষ্টা, যাঁর দেশপ্রেম ও আদর্শ মানুষকে উজ্জীবিত করতো”।
প্রধানমন্ত্রী তাঁর নিজের ট্যুইটার অ্যাকাউন্টে পাঞ্জাব কেশরী লালা লাজপত রাই-এর স্বহস্ত লিখিত পাণ্ডুলিপির অংশও তুলে ধরেছেন।
PG/SB……28_January_2016
Remembering the courageous Lala Lajpat Rai on his birth anniversary. He was a visionary whose patriotism & ideals inspired many people.
— Narendra Modi (@narendramodi) January 28, 2016
These handwritten papers by 'Punjab Kesari' Lala Lajpat Rai will interest you. pic.twitter.com/N6YLL1vT6N
— Narendra Modi (@narendramodi) January 28, 2016