Search

পিএমইন্ডিয়াপিএমইন্ডিয়া

সাম্প্রতিক সংবাদ

বিষয়টিকে সরাসরি পিআইবি থেকে নেওয়া হয়েছে

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাৎ মার্কিন জাতীয় গোয়েন্দা অধিকর্তা তুলসী গাবার্ডের

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাৎ মার্কিন জাতীয় গোয়েন্দা অধিকর্তা তুলসী গাবার্ডের


নয়াদিল্লি, ১৭ মার্চ , ২০২৫

 

মার্কিন জাতীয় গোয়েন্দা অধিকর্তা তুলসী গাবার্ড আজ প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাৎ করেছেন। 

প্রধানমন্ত্রী গতমাসে ওয়াশিংটন ডিসি সফরে রাষ্ট্রপতি ট্রাম্পের সঙ্গে তাঁর অত্যন্ত কার্যকরী আলোচনার কথা উল্লেখ করেন। 

মার্কিন যুক্তরাষ্ট্র সফরে তুলসী গাবার্ডের সঙ্গে তাঁর আলোচনার কথা উল্লেখ করেন প্রধানমন্ত্রী। প্রতিরক্ষা, ক্রিটিকাল প্রযুক্তি, সন্ত্রাস প্রতিরোধ সহ বৈশ্বিক চ্যালেঞ্জের ক্ষেত্রে সহযোগিতার বাতাবরণ শক্তিশালী করা নিয়ে তিনি গুরুত্বপূ্র্ণ ভূমিকার পালন করছেন বলে জানান। 

মার্কিন যুক্তরাষ্ট্রে দ্বিতীয়বারের জন্য ট্রাম্প রাষ্ট্রপতি হওয়ায় পর ভারতে প্রথম উচ্চপর্যায়ের তুলসী গার্বাডের এই সফরের গুরুত্বের কথাও তুলে ধরেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রী শ্রী মোদী রাষ্ট্রপতি ট্রাম্পকে তাঁর আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন। তিনি বলেন, এ বছরের শেষে ভারত সফরে এলে তাঁকে স্বাগত জানাতে মুখিয়ে রয়েছেন ১৪০ কোটি ভারতবাসী। 

 

SC/AB/NS…