Search

পিএমইন্ডিয়াপিএমইন্ডিয়া

সাম্প্রতিক সংবাদ

বিষয়টিকে সরাসরি পিআইবি থেকে নেওয়া হয়েছে

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বেলজিয়ামের রাজকুমারী এসট্রিড-এর সঙ্গে সাক্ষাৎ করেছেন


নয়াদিল্লি, ৪ মার্চ , ২০২৫

 

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ বেলজিয়ামের রাজকুমারী এসট্রিড-এর সঙ্গে সাক্ষাৎ করেন। রাজকুমারী এসট্রিড বেলজিয়ামের অর্থনৈতিক মিশনের এক উচ্চপর্যায়ের প্রতিনিধি দলকে নেতৃত্ব দিয়ে ১ মার্চ থেকে ৮ মার্চ পর্যন্ত ৮ দিনের ভারত সফরে এসেছেন। 

প্রধানমন্ত্রী বেলজিয়ামের রাজকুমারী এসট্রিড-কে ভারতে স্বাগত জানান এবং বাণিজ্যিক প্রতিনিধিদল, সরকারি আধিকারিক ও বিভিন্ন ক্ষেত্রের প্রতিনিধি সহ ৩০০ সদস্যের বিশাল দলকে নেতৃত্ব দিয়ে ভারত সফরে আসার উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন। 

এই নিয়ে দ্বিতীয়বার রাজকুমারী এসট্রিড অর্থনৈতিক মিশনের নেতৃত্ব দিয়ে ভারতে এসেছেন। এই সফর ভারতের সঙ্গে বেলজিয়ামের ক্রমবর্ধমান মজবুত অর্থনৈতিক সম্পর্কের পরিচায়ক।

প্রধানমন্ত্রীর সঙ্গে বেলজিয়ামের রাজকুমারী এসট্রিড-এর বিভিন্ন বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। এর মধ্যে বাণিজ্য, বিনিয়োগ, প্রযুক্তি, প্রতিরক্ষা, উদ্ভাবন, স্বচ্ছ জ্বালানী, পরিকাঠামো, কৃষি, দক্ষতা, শিক্ষা এবং সাংস্কৃতিক ও মানুষে মানুষে সম্পর্ক স্থাপনের বিষয়ও রয়েছে। 

বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা আরও বাড়াতে নতুন পন্থা-পদ্ধতি খুঁজে বের করতে উভয় পক্ষই ঘনিষ্ঠভাবে কাজ করতে সম্মত হয়েছে। এরফলে ভারত ও বেলজিয়ামের মধ্যে অর্থনৈতিক সম্পর্ক মজবুত হবে। দ্বিপাক্ষিক সহযোগিতা বৃদ্ধি পাবে এবং উভয় দেশের জনগণ উপকৃত হবেন। 

SC/PM/NS