নতুন দিল্লি, ০৭ জানুয়ারি, ২০২৫
ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট অ্যান্টনিও কস্টা আজ প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীকে টেলিফোন করেন।
ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্বভার গ্রহণ করায় কস্টাকে অভিনন্দন জানান প্রধানমন্ত্রী।
গত এক দশকে ভারত ও ইউরোপীয় ইউনিয়নের মধ্যে কৌশলগত অংশীদারিত্বের উল্লেখযোগ্য অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করে এই বন্ধন আরও সুদৃঢ় করতে দুই নেতা বাণিজ্য, প্রযুক্তি, বিনিয়োগ, দূষণমুক্ত শক্তি, ডিজিটাল পরিসর সহ বিভিন্ন ক্ষেত্রে একযোগে কাজ করতে সহমত হয়েছেন।
পারস্পরিক সুবিধার জন্য ভারত ও ইউরোপীয় ইউনিয়নের মধ্যে মুক্ত বাণিজ্য চুক্তি সম্পাদনের প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করার উপর জোর দিয়েছেন দুই নেতা।
ভারতে, সুবিধাজনক সময়ে ভারত ও ইউরোপীয় ইউনিয়নের পরবর্তী শীর্ষ সম্মেলন আয়োজনের প্রতীক্ষা দুজনেই করছেন বলে জানিয়েছেন।
পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন আঞ্চলিক ও আন্তর্জাতিক বিষয় নিয়ে দুই নেতার মতবিনিময় হয়। তাঁরা একে অপরের সঙ্গে যোগাযোগ রক্ষা করে চলবেন বলে জানান।
SC/SD/SKD
Pleased to speak with President @antoniolscosta. India and the EU are natural partners. We are committed to working closely together to further strengthen the India-EU Strategic Partnership, including in the areas of technology, green energy, digital space, trade and investments.…
— Narendra Modi (@narendramodi) January 7, 2025