নতুন দিল্লি, ৬ জানুয়ারী, ২০২৫
মাইক্রোসফটের চেয়ারম্যান ও সিইও সত্য নাদেলা নতুন দিল্লিতে প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাৎ করেছেন।
এক্স হ্যান্ডেলে বৈঠক নিয়ে সত্য নাদেলার পোস্টের উত্তরে শ্রী মোদী লিখেছেন :
“@satyanadella! আপনার সঙ্গে সাক্ষাৎ সত্যই অসাধারণ! জেনে খুশী হলাম, মাইক্রোসফটের উচ্চাকাঙ্খী প্রসার এবং ভারতে বিনিয়োগ পরিকল্পনা নিয়ে। আমাদের বৈঠকে প্রযুক্তি, উদ্ভাবন এবং কৃত্রিম মেধার বিভিন্ন দিক নিয়েও অসাধারণ আলোচনা হয়েছে।”
SC/AB/SG
It was indeed a delight to meet you, @satyanadella! Glad to know about Microsoft's ambitious expansion and investment plans in India. It was also wonderful discussing various aspects of tech, innovation and AI in our meeting. https://t.co/ArK8DJYBhK
— Narendra Modi (@narendramodi) January 6, 2025