Search

পিএমইন্ডিয়াপিএমইন্ডিয়া

সাম্প্রতিক সংবাদ

বিষয়টিকে সরাসরি পিআইবি থেকে নেওয়া হয়েছে

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ব্রিটেনের প্রধানমন্ত্রী ঋষি সুনাকের সঙ্গে কথা বললেন


নতুন দিল্লি, ১২ মার্চ, ২০২৪

 

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ টেলিফোনে ব্রিটেনের প্রধানমন্ত্রী ঋষি সুনাকের সঙ্গে কথা বলেন। 

দ্বিপাক্ষিক সার্বিক কৌশলগত অংশীদারিত্ব আরও জোরদার করার বিষয়ে দায়বদ্ধতার কথা পুনরায় ব্যক্ত করলেন দুই নেতা। রোডম্যাপ ২০৩০-এর আওতায় বাণিজ্য, বিনিয়োগ, প্রতিরক্ষা, সুরক্ষা, উদীয়মান প্রযুক্তি সহ নানা ক্ষেত্রে দুদেশের সহযোগিতার পরিসর যেভাবে বৃদ্ধি পাচ্ছে তাতে খুশি দুই প্রধানমন্ত্রী।

দ্বিপাক্ষিক মুক্ত বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা যেভাবে এগোচ্ছে তা উৎসাহব্যঞ্জক বলে মনে করেন দুজনেই।

আন্তর্জাতিক এবং আঞ্চলিক নানা বিষয়েও তাঁদের মধ্যে মত বিনিময় হয়।

দুই নেতা আসন্ন হোলি উপলক্ষ্যে শুভেচ্ছা বিনিময় করেন।

PG/AC/SKD