Search

পিএমইন্ডিয়াপিএমইন্ডিয়া

সাম্প্রতিক সংবাদ

বিষয়টিকে সরাসরি পিআইবি থেকে নেওয়া হয়েছে

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা-র বৈঠক

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা-র বৈঠক


 নতুনদিল্লি ১০ সেপ্টেম্বর

নতুন দিল্লিতে জি-২০ শিখর সম্মেলনের ফাঁকে ১০ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা-র সঙ্গে বৈঠক করেন।
জি-২০ সভাপতিত্বে ভারতের সাফল্যের জন্য প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানান ব্রাজিলের প্রেসিডেন্ট। অন্যদিকে, আগামী বছর জি-২০-র সভাপতিত্বের দায়িত্ব নিতে চলা ব্রাজিলকে শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী। এক্ষেত্রে ভারতের পক্ষ থেকে সবধরনের সহায়তার আশ্বাস দিয়েছেন তিনি।
দুই নেতার আলোচনায়, জৈব-জ্বালানি, ওষুধ উৎপাদন, কৃষিভিত্তিক শিল্প, মহাকাশ ও উড়ান ক্ষেত্রে সহযোগিতা সহ নানা বিষয়ে ভারত-ব্রাজিল কৌশলগত অংশীদারিত্ব আরও জোরদার করে তোলা নিয়ে কথা হয়।
বৈঠকের পর প্রকাশ করা হয় একটি যৌথ বিবৃতি।

AC/AC/CS…