নতুনদিল্লি ১০ সেপ্টেম্বর
নতুন দিল্লিতে জি-২০ শিখর সম্মেলনের ফাঁকে ১০ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রপতি ইয়ন সুক ইওল-এর সঙ্গে বৈঠক করেন।
জি-২০ সভাপতিত্বের পাশাপাশি চন্দ্রযান অভিযানে ভারতের সাফল্যের জন্যও প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানান দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রপতি।
এই বছর দ্বিপাক্ষিক কূটনৈতিক সম্পর্কের ৫০ বছরের প্রসঙ্গটি তাঁদের আলোচনায় স্থান পায়। বাণিজ্য ও বিনিয়োগ, প্রতিরক্ষা সরঞ্জাম উৎপাদন, সেমি-কন্ডাক্টর এবং বৈদ্যুতিকযানের ব্যাটারি প্রযুক্তি সহ বিভিন্ন ক্ষেত্রে দ্বিপাক্ষিক কৌশলগত অংশীদারিত্বের অগ্রগতি পর্যালোচনা করেন তাঁরা।
আঞ্চলিক এবং আন্তর্জাতিক নানা বিষয় নিয়েও তাঁদের মধ্যে মত বিনিময় হয়।
AC/AC/CS
PM @narendramodi and @President_KR had a wonderful meeting in Delhi. Their talks focused on bolstering India and the Republic of Korea's ties in sectors like commerce, trade, people-to-people linkages and more. pic.twitter.com/8utVF2QX6P
— PMO India (@PMOIndia) September 10, 2023
The deliberations with @President_KR Yoon Suk Yeol were extensive. Reviewing the complete spectrum of bilateral relations, we agreed to further boost commercial and cultural ties between India and the Republic of Korea. pic.twitter.com/SVOalbmUnM
— Narendra Modi (@narendramodi) September 10, 2023
윤석열 대통령과 심도 있는 논의를 하였습니다. @President_KR 양국 관계의 전반적인 현황을 논의하고 인도와 대한민국의 통상 관계 및 문화 교류를 더욱 강화하기로 하였습니다. pic.twitter.com/FuTEBA6igQ
— Narendra Modi (@narendramodi) September 10, 2023