Search

পিএমইন্ডিয়াপিএমইন্ডিয়া

সাম্প্রতিক সংবাদ

বিষয়টিকে সরাসরি পিআইবি থেকে নেওয়া হয়েছে

প্রধানমন্ত্রী নবরাত্রির পঞ্চম দিনে দেবী স্কন্দমাতার কাছে প্রার্থনা করেছেন


নয়াদিল্লি, ৭ অক্টোবর, ২০২৪

 

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ নবরাত্রির পঞ্চম দিনে দেবী স্কন্দমাতার কাছে প্রার্থনা জানিয়েছেন।

প্রধানমন্ত্রী এক্স-এ পোস্ট করেছেন:
“মা দুর্গার পঞ্চম স্বরূপ দেবী স্কন্দমাতার চরণে কোটি কোটি প্রণাম! 
সুখদায়িনী-মোক্ষদায়িনী মাতার আশীর্বাদে সকলের কল্যাণ হোক। এই অবকাশে তাঁর সঙ্গে যুক্ত স্মৃতি…”

 

PG/ AP /AG