নয়াদিল্লি, ০৫ মে, ২০২৩
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী নতুন দিল্লির উন্নয়নমূলক কাজের উদ্বোধনের প্রশংসা করেছেন।
কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী শ্রী অমিত শাহের একটি ট্যুইট সকলের সঙ্গে ভাগ করে নিয়ে প্রধানমন্ত্রী বলেছেন, “এই সুযোগ-সুবিধা এবং সৌন্দর্যায়নের প্রচেষ্টা দিল্লির মানুষের জীবনে আনন্দের নতুন রঙ আনতে চলেছে”।
PG/AB/SB
सुविधाओं और सौंदर्यीकरण के ये प्रयास दिल्ली के लोगों के जीवन में खुशी के नए रंग भरने वाले हैं। https://t.co/vbc4QbR4JE
— Narendra Modi (@narendramodi) May 5, 2023