Search

পিএমইন্ডিয়াপিএমইন্ডিয়া

সাম্প্রতিক সংবাদ

বিষয়টিকে সরাসরি পিআইবি থেকে নেওয়া হয়েছে

প্রধানমন্ত্রী নতুন ওড়িশা সরকারের শপথগ্রহণ অনুষ্ঠানে যোগ দিয়েছেন

প্রধানমন্ত্রী নতুন ওড়িশা সরকারের শপথগ্রহণ অনুষ্ঠানে যোগ দিয়েছেন


নতুন দিল্লি, ১২ জুন, ২০২৪

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী শ্রী মোহন চরণ মাঝিকে অভিনন্দন জানিয়েছেন ওড়িশার মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার জন্য। উপমুখ্যমন্ত্রী পদে শপথ নেওয়ার জন্য তিনি শুভেচ্ছা জানিয়েছেন শ্রী কনক বর্ধন সিং দেও এবং শ্রীমতী পার্বতী পরিদাকে। 

প্রধানমন্ত্রী এক্স-এ পোস্ট করেছেন :

“আজ ওড়িশার ঐতিহাসিক দিন। ওড়িশার বোন ও ভাইদের আশীর্বাদে বিজেপি এই রাজ্যে প্রথম সরকার গঠন করছে।

আমি ভুবনেশ্বরে শপথগ্রহণ অনুষ্ঠানে যোগ দিয়েছি। মুখ্যমন্ত্রী হওয়ার জন্য শ্রী মোহন চরণ মাঝিকে এবং উপমুখ্যমন্ত্রী হওয়ার জন্য শ্রী কনক বর্ধন সিং দেও ও শ্রীমতী পার্বতী পরিদাকে অভিনন্দন জানাই। সেই সঙ্গে শুভেচ্ছা জানাই অন্য মন্ত্রীদেরও।

মহাপ্রভু জগন্নাথের আশীর্বাদে আমি আত্মবিশ্বাসী এই দল ওড়িশার উন্নয়নে জোয়ার আনবে এবং অগণিত জনগণের জীবনে উন্নতি করবে।”

PG/AP/AS