Search

পিএমইন্ডিয়াপিএমইন্ডিয়া

সাম্প্রতিক সংবাদ

বিষয়টিকে সরাসরি পিআইবি থেকে নেওয়া হয়েছে

প্রধানমন্ত্রী দেশের চলতি তাপপ্রবাহ পরিস্থিতি এবং আসন্ন বর্ষার জন্য প্রস্তুতির পর্যালোচনা করেছেন


নয়াদিল্লি, ২ জুন, ২০২৪

 

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ সকালে ৭ কল্যাণ মার্গে তাঁর বাসভবনে দেশের চলতি তাপপ্রবাহ পরিস্থিতি এবং আসন্ন বর্ষার জন্য প্রস্তুতির পর্যালোচনা বৈঠকে পৌরোহিত্য করেছেন।  

প্রধানমন্ত্রীকে জানানো হয় যে, আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী রাজস্থান, গুজরাট এবং মধ্যপ্রদেশের কোনো কোনো অঞ্চলে তাপপ্রবাহ চলবে। এ বছর দেশের বেশিরভাগ অঞ্চলে বৃষ্টিপাত হবে স্বাভাবিক থেকে স্বাভাবিকের কিছু বেশি। কয়েকটি জায়গায় কম বৃষ্টিপাতের সম্ভাবনা।

প্রধানমন্ত্রী অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণে নিয়মিত যথাযথ অগ্নি নির্বাপনের মহড়া চালিয়ে যাওয়ার নির্দেশ দেন। হাসপাতাল এবং অন্যান্য প্রকাশ্য স্থানে নিয়মিত অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণ ব্যবস্থা এবং বৈদ্যুতিক নিরাপত্তা খতিয়ে দেখতে বলেন। তিনি আরও বলেন যে, অরণ্যে দাবানল প্রতিরোধে নিয়মিত মহড়া চালাতে হবে এবং বায়োমাসের যথাযথ উৎপাদনশীল ব্যবহারের পরিকল্পনা করতে হবে। 

প্রধানমন্ত্রীকে জানানো হয়, ঠিক সময়ে দাবানলের খবর পেতে এবং তার প্রশমনে ‘বন অগ্নি’ পোর্টালের কার্যকারিতা সম্পর্কে।

প্রধানমন্ত্রীর প্রধান সচিব, ক্যাবিনেট সচিব, স্বরাষ্ট্র সচিব, ভূ-বিজ্ঞান মন্ত্রকের সচিব, এনডিআরএফ-এর ডিজি এবং এনডিএমএ-র সদস্য সচিব ছাড়াও প্রধানমন্ত্রীর দপ্তরের এবং সংশ্লিষ্ট মন্ত্রকগুলির বরিষ্ঠ আধিকারিকরাও উপস্থিত ছিলেন বৈঠকে। 
    

PG/AP/NS