নতুন দিল্লি, ১৪ মার্চ, ২০২৪
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী দেশজুড়ে প্রথমবারের ভোটদাতাদের উৎসাহ তুলে ধরতে একটি ভিডিও ভাগ করে নিয়েছেন।
প্রধানমন্ত্রী এক্স হ্যান্ডলে পোস্ট করেছেন :
“ভারতের এপ্রান্ত থেকে ওপ্রান্ত যুবারা বলছে মেরা পহেলা ভোট দেশ কে লিয়ে।”
PG/AP/AS
Across the length and breadth of India, youngsters are saying #MeraPehlaVoteDeshKeLiye. https://t.co/UkJgMVIjxi pic.twitter.com/W0UQxKB6pu
— Narendra Modi (@narendramodi) March 14, 2024