Search

পিএমইন্ডিয়াপিএমইন্ডিয়া

সাম্প্রতিক সংবাদ

বিষয়টিকে সরাসরি পিআইবি থেকে নেওয়া হয়েছে

প্রধানমন্ত্রী থাই রামায়ণ, রামাকিয়েনের চিত্তাকর্ষক পরিবেশনের সাক্ষী হলেন

প্রধানমন্ত্রী থাই রামায়ণ, রামাকিয়েনের চিত্তাকর্ষক পরিবেশনের সাক্ষী হলেন


নয়াদিল্লি, ৩ এপ্রিল, ২০২৫

 

ভারত এবং থাইল্যান্ডের মধ্যে গভীর সংস্কৃতি এবং সভ্যতার মৈত্রীর প্রশংসা করে প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ থাইল্যান্ডের ব্যাঙ্কক-এ থাই রামায়ণ, রামাকিয়েনের সমৃদ্ধ পরিবেশনের সাক্ষী থাকলেন। 

এক্স-এ আলাদা একটি পোস্টে তিনি লিখেছেন :

“সাংস্কৃতিক যোগাযোগের মতো আর কিছু হয় না !

থাই রামায়ণ, রামাকিয়েনের চিত্তাকর্ষক পরিবেশনের সাক্ষী থাকলাম। প্রকৃতই এটি সমৃদ্ধ অভিজ্ঞতা যা ভারত এবং থাইল্যান্ডের মধ্যকার অভিন্ন সংস্কৃতি এবং সভ্যতার মৈত্রীকে সুন্দরভাবে তুলে ধরেছে। 

রামায়ণ প্রকৃতই এশিয়ার অনেক জায়গা জুড়ে হৃদয় এবং প্রথাকে যুক্ত রেখেছে।”

 

SC/AP/NS….