নয়াদিল্লি, ০৯ জুন, ২০২২
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী তাঁর লোক কল্যাণ মার্গের বাসভবনে নাগাল্যান্ড থেকে আসা একদল ছাত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন। ‘এক ভারত, শ্রেষ্ঠ ভারত’ উদ্যোগের অঙ্গ হিসাবে ছাত্রীরা দিল্লি সফর করছেন।
প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতে তাঁরা দারুণ খুশি। খোলামেলা এক আলোচনায় নাগাল্যান্ডের ছাত্রীরা প্রধানমন্ত্রীর সঙ্গে তাঁর উত্তর-পূর্বাঞ্চল নিয়ে ভাবনাচিন্তা, নাগাল্যান্ড সম্পর্কে অভিজ্ঞতা, যোগাভ্যাসের গুরুত্ব ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা করেছেন।
মতবিনিময়ের সময় প্রধানমন্ত্রী ছাত্রীদের কাছে দিল্লি সফর সম্পর্কে তাঁদের অভিজ্ঞতা জানতে চান। ছাত্রীরা দিল্লিতে যেসব পর্যটন-স্থল ঘুরে দেখেছেন, সে নিয়ে তিনি বিস্তারিত আলোচনা করেন। শ্রী মোদী ছাত্রীদের পিএম সংগ্রহালয় এবং জাতীয় যুদ্ধ স্মারকে যাওয়ার পরামর্শ দেন।
জাতীয় মহিলা কমিশন প্রধানমন্ত্রীর সঙ্গে ছাত্রীদের এই বৈঠকের আয়োজন করে।
CG/CB/SB
Interacted with a delegation of students from Nagaland. https://t.co/E9C1ZJGvG9 pic.twitter.com/peZLJ5xWlt
— Narendra Modi (@narendramodi) June 9, 2022