Search

পিএমইন্ডিয়াপিএমইন্ডিয়া

সাম্প্রতিক সংবাদ

বিষয়টিকে সরাসরি পিআইবি থেকে নেওয়া হয়েছে

প্রধানমন্ত্রী তাঁর রচিত গরবা গান সকলের সঙ্গে ভাগ করে নিয়েছেন


নতুন দিল্লি, ১৫ অক্টোবর, ২০২৩

 

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী নবরাত্রির শুরুতে তাঁর রচিত গরবা গান সকলের সঙ্গে ভাগ করে নিয়েছেন। প্রধানমন্ত্রী গানটি গত সপ্তাহে রচনা করেন।

মিট ব্রোস এবং দিব্যা কুমার এই গরবায় কণ্ঠ এবং সঙ্গীত দিয়েছেন।

প্রধানমন্ত্রী এক্স হ্যান্ডেলে লিখেছেন;

“শুভ নবরাত্রির শুরুতে আমার রচিত গরবা গান আপনাদের সকলের সঙ্গে ভাগ করে নিতে পেরে আনন্দিত। গানটি আমি গত সপ্তাহে রচনা করি। আপনারা সবাই উৎসবের ছন্দে মেতে উঠুন!

@MeetBros, Divya Kumar আমার রচিত গরবা গানে কণ্ঠ এবং সঙ্গীত দেওয়ায় তাঁদেরকে ধন্যবাদ জানাই।

https://www.youtube.com/watch?v=0b9TSAvBVDw ”

PG/ AB /SKD/