নয়াদিল্লি, ১৬ জানুয়ারি, ২০২৩
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী তাঁর ‘এক্সাম ওয়ারিয়র্স’ বইটি থেকে সংক্ষেপে কিছু অংশ তুলে ধরে ছাত্রছাত্রীদের কাছে জানতে চেয়েছেন যে তারা পরীক্ষার জন্য কিভাবে প্রস্তুতি নিচ্ছে।
এক ট্যুইট বার্তায় প্রধানমন্ত্রী বলেছেন:
“#ExamWarriors বইটির একটি মন্ত্রই হ’ল – ‘তোমার পরীক্ষা, তোমার পদ্ধতি – নিজের রীতি ও শৈলী নিজেই বেছে নাও’
#ParikshaPeCharcha আসন্নপ্রায়। তাই, আমি তোমাদের সকলের কাছে আর্জি জানাই, পরীক্ষার প্রস্তুতি সম্পর্কে তোমাদের অভিজ্ঞতাকে তুলে ধরার জন্য। তা নিশ্চিতভাবেই আমাদের এক্সাম ওয়ারিয়রদের উদ্বুদ্ধ করবে”।
PG/SKD/SB
In the book #ExamWarriors, one Mantra is ‘Your Exam, Your Methods - Choose Your Own Style.’
— Narendra Modi (@narendramodi) January 16, 2023
As #ParikshaPeCharcha approaches, I urge you all to share how you prepare for exams including interesting experiences of the same. It will surely motivate our Exam Warriors. pic.twitter.com/NVYFnnTSiJ