Search

পিএমইন্ডিয়াপিএমইন্ডিয়া

সাম্প্রতিক সংবাদ

বিষয়টিকে সরাসরি পিআইবি থেকে নেওয়া হয়েছে

প্রধানমন্ত্রী তাঁর আসন্ন কর্ণাটক সফর সম্পর্কে কিছু তথ্য সকলের সঙ্গে ভাগ করে নিয়েছেন


প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আগামীকাল কর্ণাটক সফর করবেন।

এক ট্যুইট বার্তায় প্রধানমন্ত্রী বলেছেন, “আগামীকাল ১২ মার্চ আমি কর্ণাটক সফর করছি। মান্ডিয়া এবং হুব্বাল্লি – ধারওয়াড়ে কয়েকটি অনুষ্ঠানে যোগ দেবো। এই অনুষ্ঠানগুলিতে ১৬ হাজার কোটি টাকার বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করা হবে”।

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1905710

মান্ডিয়া থেকে আগামীকাল ১২ মার্চ বেঙ্গালুরু – মাইশুরু এক্সপ্রেসওয়ে জাতির উদ্দেশে উৎসর্গ করবো। মাইশুরু – কুশলনগর মহাসড়কের শিলান্যাসও করা হবে। এই প্রকল্পগুলি সংশ্লিষ্ট অঞ্চলের যোগাযোগ ব্যবস্থার উন্নতি ঘটাবে এবং আর্থ-সামাজিক উন্নয়নে গতি আনবে”।

“হুব্বাল্লি – ধারওয়াড়ে বিভিন্ন ক্ষেত্রে একাধিক উন্নয়নমূলক কাজ চলছে। আইআইটি ধারওয়াড়ে বিভিন্ন প্রকল্প এবং শ্রী সিদ্ধারূধা স্বামীজী হুব্বাল্লি স্টেশনে বিশ্বের দীর্ঘতম রেল প্ল্যাটফর্ম জাতির উদ্দেশে উৎসর্গ করবো। ঐ অনুষ্ঠানে একটি জল প্রকল্পের শিলান্যাসও করা হবে”।