নয়াদিল্লি, ১৫ নভেম্বর, ২০২৩
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ ঝাড়খন্ডের রাঁচিতে ভগবান বিরসা মুন্ডা স্মারক উদ্যান তথা স্বাধীনতা সংগ্রামী সংগ্রহালয় পরিদর্শন করেছেন। শ্রী মোদী ভগবান বিরসা মুন্ডার মূর্তিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।
প্রধানমন্ত্রী এক্স বার্তায় বলেছেন, “রাঁচিতে ভগবান বিরসা মুন্ডা সংগ্রহালয়ে গিয়ে তাঁকে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছি”।
প্রধানমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন ঝাড়খন্ডের রাজ্যপাল শ্রী সি পি রাধাকৃষ্ণণ, মুখ্যমন্ত্রী শ্রী হেমন্ত সোরেন এবং জনজাতি বিষয়ক কেন্দ্রীয় মন্ত্রী শ্রী অর্জুন মুন্ডা।
PG/SS/SB
रांची में भगवान बिरसा मुंडा संग्रहालय जाकर उन्हें पुष्पांजलि अर्पित की। pic.twitter.com/ca94AgOwQK
— Narendra Modi (@narendramodi) November 15, 2023