নতুন দিল্লি, ০২ এপ্রিল, ২০২৫
গত এক দশকে ভারতের শিক্ষা ক্ষেত্রের ঐতিহাসিক সংস্কারের দিকগুলি উল্লেখ করে প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী ২০২০-র জাতীয় শিক্ষা নীতির প্রশংসা করেছেন। তিনি বলেন, এর ফলে ভারতের প্রজ্ঞা পুনরুজ্জীবিত হবে, শিক্ষা ও উদ্ভাবনের মাধ্যমে আত্মনির্ভর এবং আন্তর্জাতিক স্তরে প্রতিযোগিতায় অংশগ্রহণকারী রাষ্ট্র হয়ে উঠবে।
কেন্দ্রীয় মন্ত্রী শ্রী ধর্মেন্দ্র প্রধানের সামাজিক মাধ্যম এক্স-এ এক বার্তার বিষয়ে প্রতিক্রিয়া জানিয়ে তিনি বলেন:
“কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী শ্রী @dpradhanbjp ভারতের শিক্ষা ক্ষেত্রে গত এক দশকে যে ঐতিহাসিক সংস্কার সাধিত হয়েছে সেই বিষয়গুলি উল্লেখ করেছেন। জাতীয় শিক্ষা নীতি ২০২০ সংস্কারের ক্ষেত্রেও শক্তিশালী। এর মাধ্যমে ভারতের প্রজ্ঞা পুনরুজ্জীবিত হবে, শিক্ষা ও উদ্ভাবনের মাধ্যমে আত্মনির্ভর এবং আন্তর্জাতিক স্তরে প্রতিযোগিতায় অংশগ্রহণকারী রাষ্ট্র হয়ে উঠবে।”
SC/CB/SKD
Union Education Minister Shri @dpradhanbjp highlights how India’s education sector has undergone a historic transformation in the last decade. NEP 2020 is more than a reform; it is India’s intellectual renaissance, paving the way for a self-reliant, globally competitive nation… https://t.co/CNZgoqbBvT
— PMO India (@PMOIndia) April 2, 2025