নতুন দিল্লি, ৭ মার্চ, ২০২৪
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ জম্মু ও কাশ্মীরের শ্রীনগরে বিকশিত ভারত বিকশিত জম্মু-কাশ্মীর অনুষ্ঠানে ভাষণ দিয়েছেন। তিনি প্রায় ৫,০০০ কোটি টাকার সামগ্রিক কৃষি উন্নয়ন কর্মসূচি জাতির উদ্দেশে উৎসর্গ করেছেন এবং শ্রীনগরের ‘ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট অফ হজরতবাল শ্রাইন’-এর জন্য প্রকল্প সহ স্বদেশ দর্শন এবং পিআরএএসএডি কর্মসূচির অধীনে ১,৪০০ কোটি টাকার বেশি মূল্যের পর্যটন সংক্রান্ত একাধিক প্রকল্পের সূচনা করেছেন। প্রধানমন্ত্রী ‘দেখো আপনা দেশ পিপলস চয়েজ ট্যুরিস্ট ডেস্টিনেশন পোল’ এবং ‘চলো ইন্ডিয়া গ্লোবাল ডায়েসপোরা ক্যাম্পেন’-এরও সূচনা করেছেন এবং চ্যালেঞ্জ বেস্ট ডেস্টিনেশন ডেভেলপমেন্ট (সিবিডিডি) কর্মসূচির অধীনে নির্বাচিত পর্যটন স্থলের ঘোষণা করেছেন। জম্মু ও কাশ্মীরে প্রায় ১,০০০ নতুন সরকারি চাকুরি প্রার্থীকে নিয়োগপত্র প্রদান করেছেন এবং সফল মহিলা, লাখপতি দিদি, কৃষক, উদ্যোগপতি ইত্যাদি সহ বিভিন্ন সরকারি কর্মসূচির সুবিধা প্রাপকদের সঙ্গেও কথা বলেছেন।
পুলওয়ামার মৌমাছিপালক নাজিম নাজির প্রধানমন্ত্রীকে জানান, কিভাবে তিনি সরকারি সুযোগ পেয়ে তাঁর ব্যবসার সম্প্রসারণ ঘটিয়েছেন। মৌমাছি পালনের জন্য ২৫টি বাক্স কিনেছেন ৫০ শতাংশ ভর্তুকিতে। তিনি তাঁর যাত্রাপথে অর্থনৈতিক বৃদ্ধির ওপর আলোকপাত করেন। প্রধানমন্ত্রীর কর্মসংস্থান কর্মসূচিতে ৫ লক্ষ টাকা পেয়ে মৌমাছি পালনের জন্য ২০০টি বাক্স কিনে ক্রমশ তাঁর ব্যবসা বাড়িয়েছেন। এর ফলে, শ্রী নাজিবের নিজস্ব ব্র্যান্ড তৈরি হয়েছে এবং তৈরি করেছেন একটি ওয়েবসাইট। যার থেকে সারা দেশে প্রায় ৫,০০০ কিলোগ্রামের অর্ডার পেয়েছেন। বর্তমানে তাঁর প্রায় ২,০০০টি মৌমাছি পালনের বাক্স আছে এবং ওই অঞ্চলের ১০০ জন তাঁর কাছে কাজ করে। তিনি প্রধানমন্ত্রীকে আরও জানান, ২০২৩-এ একটি এফপিও পাওয়ার কথা, তাতে তাঁর ব্যবসা আরও বেড়েছে। ডিজিটাল ইন্ডিয়া উদ্যোগ নেওয়ার জন্য তিনি প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান। এই উদ্যোগে দেশের সূক্ষ্ম প্রযুক্তির জগৎ রূপান্তরিত হয়েছে। জম্মু ও কাশ্মীরে মিষ্টি বিপ্লবের পথে নেতৃত্ব দেওয়ার জন্য শ্রী নাজিমের প্রয়াসের প্রশংসা করেন প্রধানমন্ত্রী এবং তাঁকে অভিনন্দন জানান সাফল্যের জন্য। ব্যবসা শুরু করতে প্রথম দিকে সরকারের কাছ থেকে কী সহায়তা তিনি পেয়েছেন জানতে চান প্রধানমন্ত্রী। শ্রী নাজিম বলেন, তিনি প্রাথমিক স্তরে কিছু অসুবিধার সম্মুখীন হলে কৃষি দপ্তর এগিয়ে এসে তাঁকে সাহায্য করে। মৌমাছি পালনের ব্যবসা একটি নতুন ধরনের ক্ষেত্র জানিয়ে তিনি বলেন, মৌমাছিরা খানিকটা কৃষি মজুরদের মতো কাজ করে, যা শস্যের জন্য উপকারী। শ্রী নাজিম বলেন, ভূস্বামীরা মৌমাছি পালনের জন্য বিনাপয়সায় তাঁদের জমি দিতে প্রস্তুত, কারণ এই প্রক্রিয়া কৃষকদের জন্য উপকারী। প্রধানমন্ত্রী শ্রী নাজিমকে মধ্য এশিয়ায় হিন্দুকুশ পর্বতমালার আশেপাশে উৎপন্ন মধু নিয়ে গবেষণা করার পরামর্শ দেন এবং তাঁকে বাজারের সুবিধা নিতে বাক্সর আশেপাশে নির্দিষ্ট কিছু ফুল লাগিয়ে যাতে নতুন স্বাদের মধু পাওয়া যায়, সেই পথ খোঁজারও পরামর্শ দেন। তিনি উত্তরাখণ্ডে একই ধরনের সফল প্রয়াসের উল্লেখ করেন। প্রধানমন্ত্রী মোদী সারা বিশ্বে বিপুল চাহিদার জন্য অ্যাকাশিয়া মধুর দাম কেজি প্রতি ৪০০ টাকা থেকে বেড়ে কেজি প্রতি ১,০০০ টাকা হওয়ায় খুশি প্রকাশ করেন। ব্যবসা পরিচালনায় শ্রী নাজিমের ভাবনা, সাহস এবং চিন্তার স্বচ্ছতার প্রশংসা করেন এবং তাঁর পিতা-মাতাকেও অভিনন্দন জানান। তিনি বলেন, শ্রী নাজিম ভারতের যুবসম্পদায়কে পথ দেখাচ্ছেন এবং প্রেরণাস্বরূপ হয়ে উঠেছেন।
শ্রীনগরের আহতেসাম মজিদ ভাটের পাউরুটি তৈরির কারখানা আছে। খাদ্য প্রযুক্তি দক্ষতা উন্নয়ন কর্মসূচির মাধ্যমে তিনি বেকারিতে উদ্ভাবন ঘটিয়েছেন। মহিলাদের দক্ষতা উন্নয়নের জন্য সরকারি পলিটেকনিকের ইনকিউবেশন সেন্টার তাঁকে সাহায্য করেছে। সরকারের এক জানালা ব্যবস্থা তাঁকে এবং তাঁর দলকে সাহায্য করেছে বিভিন্ন দফতর থেকে এনওসি পেতে। প্রধানমন্ত্রী তাঁকে বলেন যে গত ১০ বছর ধরে সরকার কয়েক কোটি যুবাকে তাঁদের স্টার্টআপের স্বপ্ন পূরণ করতে সহায়তা দিয়ে আসছে। প্রধানমন্ত্রী তাঁর প্রশংসা করেন তাঁর বন্ধুদেরও নিজের উদ্যোগে শামিল করে নেওয়ার জন্য। প্রধানমন্ত্রী বলেন, “এটা আমাদের প্রয়াস যে যুবকদের ভাবনা যেন সম্পদ এবং অর্থের অভাবে নষ্ট না হয়। তাঁরা যেন আত্মবিশ্বাসের সঙ্গে এগোতে পারে। জম্মু-কাশ্মীরের এই কন্যারা সারা দেশের যুবসমাজের জন্য নতুন প্রেরণাদায়ক উদাহরণ তৈরি করছেন”। তিনি তাঁদের প্রশংসা করেন পিছিয়েপড়া শ্রেণীর কন্যাদের প্রতি নজর দেওয়ার জন্য।
গান্দেরবালের হামিদা বানো ডেয়ারি ব্যবসার সঙ্গে যুক্ত। তিনি প্রধানমন্ত্রীকে জানান যে তিনি উপকৃত হয়েছেন ন্যাশনার রুরাল লাইভিলিহুডস মিশন (এনআরএলএম) থেকে এবং দুগ্ধজাত পণ্যের জন্য একটি প্রক্রিয়াকরণ কেন্দ্র খুলেছেন। তিনি অন্য মহিলাদেরও কাজ দিয়েছেন। তিনি প্রধানমন্ত্রীকে জানান তাঁর পণ্যের গুণমান পরীক্ষা, প্যাকেজিং এবং বাজারজাত করার প্রসঙ্গে। তাঁর দুগ্ধজাত পণ্যে কোনরকম প্রিজারভেটিভ মেশানো হয় না। তিনি প্রধানমন্ত্রীকে আরও জানান, তাঁর পচনশীল পণ্যের বিপণনের বিস্তারিত পদ্ধতি সম্পর্কে। প্রধানমন্ত্রী তাঁকে তাঁর ব্যবসায়িক দক্ষতা এবং পুষ্টির কাজ চালিয়ে যাওয়ার জন্য প্রশংসা করেন। তিনি তাঁকে অভিনন্দন জানান গুণমান রক্ষা করার জন্য এবং পরিবেশবান্ধব পথে ব্যবসা চালানোর জন্য।
সমাবেশে প্রধানমন্ত্রী বলেন, পৃথিবীর স্বর্গে আসার এই অনুভূতি ভাষায় প্রকাশ করা যায় না। তাঁর মন্তব্য, “প্রকৃতির সৌন্দর্য, এই বাতাস, এই উপত্যকা, এই পরিবেশ এবং কাশ্মীরী ভাই ও বোনেদের স্নেহ ও ভালোবাসা অতুলনীয়।” ভিডিও লিঙ্কের মাধ্যমে অনুষ্ঠানে যোগ দেওয়া ২৮৫টি ব্লকের ১ লক্ষেরও বেশি মানুষের কথাও বলেন তিনি। নতুন জম্মু ও কাশ্মীর যা বহু দশক ধরে অপেক্ষা করছিল, সেই কথা জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, “ডঃ শ্যামাপ্রসাদ মুখার্জী এই জম্মু ও কাশ্মীরের জন্য আত্মোৎসর্গ করেছিলেন”। তিনি বলেন, নতুন জম্মু ও কাশ্মীরের চোখে ভবিষ্যতের ঝলকানি এবং সব বাধা অতিক্রম করার দৃঢ়তা। প্রধনমন্ত্রী মোদী বলেন, “১৪০ কোটি নাগরিক শান্তি লাভ করেন, যখন তাঁরা জম্মু ও কাশ্মীরের মানুষের হাসিমুখগুলি দেখেন”।
জম্মু ও কাশ্মীরের মানুষের কাছ থেকে পাওয়া স্নেহের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করে প্রধানমন্ত্রী বলেন, “এই স্নেহের ঋণ মেটাতে মোদী কোন প্রয়াস নিতে কার্পণ্য করবে না। আমি আপনাদের হৃদয় জেতার জন্য এই কঠোর পরিশ্রম করছি এবং আমি বিশ্বাস করি যে আমি ঠিক পথেই আছি। আমি আপনাদের হৃদয় জেতার জন্য প্রয়াস চালিয়ে যাবো, এটা মোদীর গ্যারান্টি এবং আপনারা সকলে জানেন যে মোদীর গ্যারান্টির অর্থ গ্যারান্টি পূরণ করার গ্যারান্টি”। সাম্প্রতিক জম্মু সফরের কথা উল্লেখ করেন তিনি। যেখানে ৩২,০০০ কোটি টাকার পরিকাঠামো এবং শিক্ষা প্রকল্পের তিনি সূচনা করেছেন। তার উল্লেখ করে প্রধানমন্ত্রী মোদী বলেন, আজকের প্রকল্পগুলি পর্যটন এবং উন্নয়ন, এবং কৃষি সংক্রান্ত, তার পাশাপাশি আাজ দেওয়া হয়েছে নিয়োগপত্র। প্রধানমন্ত্রী বলেন, “উন্নয়নের শক্তি, পর্যটনের সম্ভাবনা, কৃষকদের সক্ষমতা এবং জম্মু ও কাশ্মীরের যুবাদের নেতৃত্ব বিকশিত জম্মু-কাশ্মীরের রাস্তা দেখাবে। জম্মু-কাশ্মীর শুধু একটি স্থান নয়, জম্মু-কাশ্মীর ভারতের মাথার মতো এবং উঁচু মাথা উন্নয়ন এবং মর্যাদার প্রতীক। সেই জন্য বিকশিত জম্মু ও কাশ্মীর বিকশিত ভারতের অগ্রাধিকার”।
প্রধানমন্ত্রী সেই সময়ের কথা বলেন, যখন দেশের অন্য জায়গায় যে আইন রূপায়িত হতো, তা জম্মু ও কাশ্মীরে রূপায়িত হতো না এবং সেই সব দরিদ্রদের কল্যাণমূলক কর্মসূচির কথা বলেন যা বঞ্চিতেরা তথন পেতেন না। ভাগ্যের পরিবর্তনের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, সমগ্র দেশের জন্য কর্মসূচির আজ সূচনা হল শ্রীনগর থেকে এবং জম্মু ও কাশ্মীর দেশের পর্যটনে নেতৃত্ব দিচ্ছে। প্রধানমন্ত্রী বলেন, সেই জন্য দেশের ৫০টির বেশি জায়গা থেকে মানুষ আজকের অনুষ্ঠানে যোগ দিয়েছেন। স্বদেশ দর্শন কর্মসূচির অধীনে যে ৬টি প্রকল্প আজ জাতির উদ্দেশে উৎসর্গ করা হল, সেগুলি এবং পরবর্তী পর্যায়ের সূচনার উল্লেখ করেন প্রধানমন্ত্রী। তিনি জানান, প্রায় ৩০টি প্রকল্পের সূচনা হয়েছে শ্রীনগর সহ দেশের বিভিন্ন শহরের জন্য। এর পাশাপাশি পিআরএএসইডি কর্মসূচিতে তিনটি প্রকল্পের উদ্বোধন হয়েছে এবং তিনটি প্রকল্পের সূচনা হয়েছে। তিনি আরও বলেন, মানুষের সুবিধার জন্য পবিত্র হজরতবাল দরগার উন্নয়নের কাজ সম্পূর্ণ হয়েছে। প্রধানমন্ত্রী জানান, আগামী ২ বছরে পর্যটনের গন্তব্য হিসেবে নির্দিষ্ট ৪০টি জায়গাকে গড়ে তুলবে সরকার ‘দেখো আপনা দেশ পিপলস চয়েজ’ অভিযানে। এই অভিযানে সরকার জনতার বক্তব্যের ভিত্তিতে সবচেয়ে বেশি পছন্দের পর্যটনস্থল তৈরি করবে। তিনি ‘চলো ইন্ডিয়া’ অভিযানের উল্লেখ করেন, যা এনআরআই-দের ভারতে আসতে উৎসহ দেবে। আজকের উন্নয়ন কাজের জন্য জম্মু ও কাশ্মীরের নাগরিকদের অভিনন্দন জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, এতে এই অঞ্চলের পর্যটন শিল্পের উন্নয়নে সহায়তা হবে এবং নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরী হবে।
প্রধানমন্ত্রী বলেন, “যখন উদ্দেশ্য সৎ এবং প্রতিশ্রুতি পূরণ করার ইচ্ছা থাকে, তখন ফল হতে বাধ্য”। তিনি জম্মু ও কাশ্মীরে জি ২০-র সফল শিখর সম্মেলন আয়োজনের উল্লেখ করেন। পর্যটন ক্ষেত্রে রূপান্তরকারী বৃদ্ধির উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, “একটা সময় ছিল যখন মানুষ প্রশ্ন করতো, কে জম্মু ও কাশ্মীরে বেড়াতে আাসবে, আর আজ জম্মু ও কাশ্মীর সব রেকর্ড ভেঙে দিচ্ছে”। তিনি আরও বিস্তারিত ভাবে জানাতে গিয়ে বলেন, “শুধুমাত্র ২০২৩-য়েই জম্মু ও কাশ্মীরে ২ কোটির বেশি পর্যটক এসেছেন, ভেঙে দিয়েছে আগের সব রেকর্ড। গত ১০ বছরে অমরনাথ যাত্রায় তীর্থযাত্রীর সংখ্যা বেড়েই চলেছে এবং বৈষ্ণোদেবীতেও তীর্থযাত্রীর সংখ্যা উল্লেখযোগ্য ভাবে বেড়েছে”। বিদেশী পর্যটকদের সংখ্যা বৃদ্ধি এবং নামিদামি ব্যক্তি ও আন্তর্জাতিক অতিথিদের আকর্ষণ বৃদ্ধির কথা উল্লেখ করে প্রধনমন্ত্রী জনান, “এখন এমনকি নামিদামি ব্যক্তি এবং বিদেশী অতিথিরা জম্মু ও কাশ্মীর উপত্যকায় আসছেন নতুন জায়গার খোঁজে, ভিডিও এবং রিল তৈরি করছেন”।
কৃষি ক্ষেত্র সম্পর্কে বলতে গিয়ে প্রধানমন্ত্রী জম্মু-কাশ্মীরের কৃষিজপণ্য, যেমন জাফরান, আপেল, শুকনো ফল এবং চেরির কথা বলেন। তিনি এই অঞ্চলকে উল্লেখযোগ্য কৃষি তালুক হিসেবে উল্লেখ করেন। তিনি বলেন, ৫,০০০ কোটি টাকার কৃষি উন্নয়ন কর্মসূচিতে আগামী ৫ বছরে জম্মু ও কাশ্মীরের কৃষি ক্ষেত্রের অভূতপূর্ব উন্নতি ঘটবে। বিশেষ করে, উদ্যানশিল্প এবং গবাদিপশু পালনে। তিনি বলেন, “এই উদ্যোগে কয়েক হাজার সুযোগ তৈরি হবে, বিশেষ করে উদ্যান এবং পশুপালনে”।
এছাড়া তিনি পিএম কৃষি সম্মাননিধিতে প্রায় ৩,০০০ কোটি টাকা জম্মু ও কাশ্মীরের কৃষকদের অ্যাকাউন্টে সরাসরি দেওয়ার কথা বলেন। ফল এবং সবজি রাখার ব্যবস্থা এবং দীর্ঘকাল ধরে সংরক্ষণ নিশ্চিত করতে জম্মু-কাশ্মীরে বিনিয়োগ বৃদ্ধি করার কথা বলেন তিনি। এছাড়া প্রধানমন্ত্রী বিশ্বের সর্ববৃহত্তম ওয়ারহাউস কর্মসূচির কথা বলেন, যাতে জম্মু এবং কাশ্মীরেও তৈরি হবে একাধিক ওয়ারহাউস। জম্মু ও কাশ্মীরে উন্নয়নে দ্রুত গতির উল্লেখ করে প্রধানমন্ত্রী দুটি এইমস-এর কথা বলেন। এইমস জম্মু ইতিমধ্যেই শুরু হয়ে গেছে এবং এইমস কাশ্মীরের কাজ চলছে। তিনি ৭টি নতুন মেডিকেল কলেজ, দুটি ক্যান্সার হাসপাতাল এবং এই অঞ্চলে আইআইটি এবং আইআইএম-এর মতো প্রতিষ্ঠানগুলির কথা বলেন। তিনি জানান, জম্মু ও কাশ্মীরে দুটি বন্দে ভারত ট্রেন চলছে এবং শ্রীনগর থেকে সাঙ্গালদান এবং সাঙ্গালদান থেকে বারামুল ট্রেন পরিষেবা চালু হয়ে গেছে। যোগাযোগের এই বিস্তৃতিতে অর্থনৈতিক কার্যকলাপের বৃদ্ধি ঘটেছে। জম্মু এবং শ্রীনগরকে স্মার্টসিটি হিসেবে গড়ে তুলতে নতুন প্রকল্পের কথা জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, “আগামীদিনে সারা বিশ্বে নজির হয়ে উঠবে জম্মু ও কাশ্মীর”। ‘মন কি বাত’ কর্মসূচিতে এই অঞ্চলের হস্তশিল্প এবং স্বচ্ছতার উল্লেখ করার কথা জানিয়ে প্রধানমন্ত্রী পদ্মের সঙ্গে জম্মু-কাশ্মীরের মিলের কথা তুলে ধরেন।
প্রতিটি ক্ষেত্রে জম্মু ও কাশ্মীরের যুবাদের উন্নয়নে সরকারি প্রয়াসের কথা জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, দক্ষতা উন্নয়ন থেকে ক্রীড়া নতুন নতুন সুযোগ তৈরি করা হচ্ছে। জম্মু ও কাশ্মীরের প্রত্যেকটি জেলায় আধুনিক ক্রীড়ার সুবিধা গড়ে তোলা হয়েছে। ১৭টি জেলায় তৈরি বহুমুখী ইন্ডোর স্পোর্টস হলের উদাহরণ দেন তিনি। অনেক জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হচ্ছে জম্মু ও কাশ্মীরে, সেকথাও তিনি জানান। প্রধানমন্ত্রী আরও বলেন, “এখন জম্মু ও কাশ্মীর দেশে নতুন শীতকালীন ক্রীড়ারাজধানী হয়ে উঠেছে। প্রায় ১,০০০ খেলোয়াড় সম্প্রতি অনুষ্ঠিত খেলো ইন্ডিয়া শীতকালীন গেমসে অংশ নিয়েছেন”।
প্রধানমন্ত্রী ৩৭০ ধারা উচ্ছেদের উল্লেখ করে বলেন, “এখন জম্মু ও কাশ্মীর সহজে নিশ্বাস নিতে পারছে। অর্জন করছে নতুন উচ্চতা। এখন যুবাদের দক্ষতার সম্মান দেওয়া হচ্ছে এবং প্রত্যেকের জন্য সমান অধিকার এবং সমান সুযোগ দেওয়া হচ্ছে।” তিনি পাকিস্তান থেকে আাগত উদ্বাস্তু, বাল্মীকি সম্প্রদায় এবং সাফাইকর্মীদের কথা বলেন, যারা ভোটের অধিকার পেয়েছে। বাল্মীকি সম্প্রদায়কে অন্তর্ভুক্ত করা হয়েছে তপশিলি জাতি শ্রেণীতে। বিধানসভায় তপশিলি উপজাতি, পাদদারি উপজতির জন্য আসন সংরক্ষণ এবং পাদদারি উপজাতি, পাহাড়ি ভূমিপুত্র, গাড্ডা ব্রাহ্মণ এবং কোলি সম্প্রদায়কে তফশিলি উপজাতি শ্রেণীভুক্ত করার কথা বলেন প্রধানমন্ত্রী। তিনি জানান, জম্মু ও কাশ্মীরে পরিবারতন্ত্রের ফলে পঞ্চায়েত, মিউনিসিপালিটি এবং পুরসভায় সরকারের দেওয়া সংরক্ষণের অধিকার থেকে বঞ্চিত হয়েছে অন্যান্য অনগ্রসর শ্রেণী। প্রধনমন্ত্রী আরও বলেন, “বর্তমানে প্রত্যেক শ্রেণী তাদের অধিকার ফিরে পেয়েছে”।
জে অ্যান্ড কে ব্যাঙ্ককে রূপান্তরের বিষয়ে প্রধানমন্ত্রী অতীতে এই ব্যাঙ্কের পরিচালন ব্যবস্থার গন্ডগোলের উল্লেখ করেন এবং বলেন, এটি পরিবারতান্ত্রিক রাজনীতি এবং দুর্নীতির ফল। ব্যাঙ্কের স্বাস্থ্য ফেরাতে যে সংস্কারগুলি করা হয়েছে তার তালিকা দেন। তিনি বলেন, ব্যাঙ্কে ১,০০০ কোটি টাকার সাহায্য দেওয়া হয়েছে। নিয়োগ দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। দুর্নীতি বিরোধী গোয়েন্দা সংস্থা এই বিষয়ে এখনও তদন্ত চালাচ্ছে। গত ৫ বছরে স্বচ্ছতার সঙ্গে নিয়োগ হয়েছে, তার উল্লেখ করেন তিনি। এর ফলে, ব্যাঙ্কের লাভ ১,৭০০ কোটি টাকা ছুঁয়েছে এবং ৫ বছর আগে ১.২৫ কোটি টাকা থেকে ব্যবসা বেড়ে হয়েছে ২.২৫ লক্ষ কোটি টাকা। জমার পরিমাণও ৮০,০০০ কোটি টাকা থেকে বেড়ে হয়েছে ১.২৫ লক্ষ কোটি টাকা। ৫ বছর আগে অনুৎপাদক সম্পদের পরিমাণ ১১ শতাংশ ছাড়িয়ে গিয়েছিল, তা এখন নেমে এসেছে ৫ শতাংশের নিচে। ব্যাঙ্কের শেয়ারও বেড়ে ১২ গুণ হয়েছে। প্রধানমন্ত্রী মোদী আরও বলেন, “যদি একটি সৎ সরকার থকে, উদ্দেশ্য হয় যদি মানব কল্যাণ, তাহলে মানুষ সবরকম সঙ্কট থেকে বেরিয়ে আসতে পারে।”
স্বাধীনতার পর থেকে পরিবারতান্ত্রিক রাজনীতিতে সব চেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে জম্মু ও কাশ্মীর, জানিয়ে প্রধানমন্ত্রী মানুষকে আশ্বাস দিয়ে বলেন, জম্মু-কাশ্মীরের জন্য উন্নয়ন কর্মসূচি কোনো অবস্থাতেই থামবে না। আগামী ৫ বছরে আরও দ্রুত উন্নতি হবে।
প্রধানমন্ত্রী তাঁর ভাষণ শেষ করেন পবিত্র রমজান মাসে সমগ্র জাতিকে শুভেচ্ছা জনিয়ে। সব শেষে প্রধানমন্ত্রী বলেন, “আমার ইচ্ছা, প্রত্যেকে যেন এই রমজান মাসে শান্তি এবং সমৃদ্ধির বার্তা লাভ করে, আগামীকাল মহাশিবরাত্রি, আমি এই উপলক্ষে আপনাদের শুভেচ্ছা জানাই।”
জম্মু ও কাশ্মীরের উপরাজ্যপাল শ্রী মনোজ সিনহা, কেন্দ্রীয় প্রতিমন্ত্রী ডঃ জিতেন্দ্র সিং অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অন্যদের মধ্যে।
PG/AP/AS
Elated to be amongst the wonderful people of Srinagar. Numerous projects are being dedicated today which will boost development of Jammu and Kashmir.https://t.co/40hkb6QuFe
— Narendra Modi (@narendramodi) March 7, 2024
विकास की शक्ति...
— PMO India (@PMOIndia) March 7, 2024
पर्यटन की संभावनाएं...
किसानों का सामर्थ्य...
और जम्मू-कश्मीर के युवाओं का नेतृत्व...
विकसित जम्मू-कश्मीर के निर्माण का रास्ता यहीं से निकेलगा: PM @narendramodi pic.twitter.com/rZLjfOTqM8
जम्मू-कश्मीर भारत का मस्तक है: PM @narendramodi pic.twitter.com/2QkRBBzNDx
— PMO India (@PMOIndia) March 7, 2024
जम्मू-कश्मीर अपने आप में ही इतना बड़ा ब्रांड है। pic.twitter.com/0oZmfVhtE4
— PMO India (@PMOIndia) March 7, 2024
आज जम्मू-कश्मीर विकास की नई ऊंचाइयों को छू रहा है, क्योंकि जम्मू-कश्मीर आज खुलकर सांस ले रहा है। pic.twitter.com/BVwiAApRy4
— PMO India (@PMOIndia) March 7, 2024
जम्मू-कश्मीर में पुलवामा के नाजिम नजीर जी ने मधुमक्खी पालन के क्षेत्र में जो कमाल किया है, वो हर किसी के लिए एक मिसाल है। pic.twitter.com/Laxq36zGz9
— Narendra Modi (@narendramodi) March 7, 2024
जम्मू-कश्मीर में आए बदलाव यहां के हमारे युवाओं के स्टार्ट-अप को फलने-फूलने में मददगार बन रहे हैं। श्रीनगर की एहतिसाम मसीद भट्टी जी का स्टार्ट-अप इसका एक बड़ा उदाहरण है। pic.twitter.com/DaxpCvUIdP
— Narendra Modi (@narendramodi) March 7, 2024
विकसित जम्मू-कश्मीर, विकसित भारत की प्राथमिकता है। pic.twitter.com/SxY9vtzVMy
— Narendra Modi (@narendramodi) March 7, 2024
आज शुरू हुए दो अभियानों से जम्मू-कश्मीर सहित देशभर के पर्यटन को बहुत बढ़ावा मिलने वाला है। मेरा एक नया मिशन भी है, वेड इन इंडिया- शादी हिंदुस्तान में करो। pic.twitter.com/z1ztikqi9e
— Narendra Modi (@narendramodi) March 7, 2024
जम्मू-कश्मीर के बारे में कभी कहा जाता था कि वहां पर्यटन के लिए कौन जाएगा, लेकिन वहीं आज टूरिज्म के सारे रिकॉर्ड टूट रहे हैं। pic.twitter.com/956hrUwoph
— Narendra Modi (@narendramodi) March 7, 2024
हमारे कृषि विकास कार्यक्रम से कृषि के क्षेत्र में भी जम्मू-कश्मीर की पहचान और मजबूत होगी। इसके साथ ही यहां के हमारे किसान भाई-बहनों का जीवन भी आसान बनेगा। pic.twitter.com/ICMqdF5Ow4
— Narendra Modi (@narendramodi) March 7, 2024
मेडिकल इंफ्रास्ट्रक्चर हो या फिर कनेक्टिविटी, आने वाले समय में हर क्षेत्र में जम्मू-कश्मीर की सक्सेस स्टोरी दुनियाभर के लिए एक मिसाल बनेगी। pic.twitter.com/pjcvqkbsy4
— Narendra Modi (@narendramodi) March 7, 2024
जम्मू-कश्मीर इसलिए विकास की नई ऊंचाइयों को छू रहा है, क्योंकि ये पूरा क्षेत्र आज खुलकर सांस ले रहा है। बन्दिशों से ये आजादी आर्टिकल 370 हटने के बाद आई है। pic.twitter.com/nrhbBqTRzC
— Narendra Modi (@narendramodi) March 7, 2024
जब ईमानदार सरकार होती है, नीयत भलाई की होती है, तो हर मुश्किल से जनता को कैसे निकाला जा सकता है। इसका एक बड़ा उदाहरण… pic.twitter.com/Gpiksl2TBV
— Narendra Modi (@narendramodi) March 7, 2024