Search

পিএমইন্ডিয়াপিএমইন্ডিয়া

সাম্প্রতিক সংবাদ

বিষয়টিকে সরাসরি পিআইবি থেকে নেওয়া হয়েছে

প্রধানমন্ত্রী জন্মদিনের শুভেচ্ছা পাঠানোর জন্য রাষ্ট্রপতি, উপ-রাষ্ট্রপতি এবং বিশ্ব নেতাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন


নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর, ২০২৩

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী জন্মদিনের শুভেচ্ছা জানানোর জন্য রাষ্ট্রপতি, উপ-রাষ্ট্রপতি, প্রাক্তন রাষ্ট্রপতি এবং অন্য বিশ্ব নেতাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।  

রাষ্ট্রপতিকে জবাবে প্রধানমন্ত্রী বলেছেন, “মাননীয় @rashtrapatibhvnজী আপনার হার্দিক শুভ কামনার জন্য মন থেকে কৃতজ্ঞতা প্রকাশ করছি। সমৃদ্ধ ও উন্নত ভারত নির্মাণের জন্য আপনার প্রেরণা ও দূরদৃষ্টি অত্যন্ত মহত্ত্বপূর্ণ”।

উপ-রাষ্ট্রপতিকে জবাবে প্রধানমন্ত্রী বলেছেন, “ধন্যবাদ @VPIndia জগদীপ ধনকরজী মন ছুঁয়ে যাওয়া শুভেচ্ছার জন্য”।

প্রাক্তন রাষ্ট্রপতিকে জবাবে প্রধানমন্ত্রী বলেছেন, “মাননীয় @ramnathkovindজী হৃদয় থেকে কৃতজ্ঞতা জানাচ্ছি। আপনার ভালোবাসা ও স্নেহ ভরা শব্দ অত্যন্ত প্রেরণাদায়ক”।

প্রাক্তন উপ-রাষ্ট্রপতিকে জবাবে প্রধানমন্ত্রী বলেছেন, “@MVenkaiahNaidu Garu আপনার বিশেষ শুভেচ্ছার জন্য কৃতজ্ঞ”। 

মরিশাসের প্রধানমন্ত্রীকে জবাবে প্রধানমন্ত্রী বলেছেন, “আমার বন্ধু প্রধানমন্ত্রী @KumarJugnauth-কে তাঁর শুভেচ্ছার জন্য আমি ধন্যবাদ জানাই”। 

ইতালির প্রধানমন্ত্রীকে জবাবে প্রধানমন্ত্রী বলেছেন, “ধন্যবাদ আপনার শুভেচ্ছার জন্য প্রধানমন্ত্রী @GiorgiaMeloni”।

 

AC/AP/SB