নতুন দিল্লি, ১৮ সেপ্টেম্বর, ২০২৪
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর পৌরহিত্যে কেন্দ্রীয় মন্ত্রিসভা আজ প্রধানমন্ত্রী জনজাতীয় উন্নত গ্রাম অভিযানের অনুমোদন দিয়েছে। এজন্য মোট ব্যয় বরাদ্দ ধরা হয়েছে ৭৯ হাজার ১৫৬ কোটি টাকা। এর মধ্যে কেন্দ্রের ভাগ ৫৬ হাজার ৩৩৩ কোটি টাকা, রাজ্যগুলির ভাগ ২২ হাজার ৮২৩ কোটি টাকা। এই মিশনের লক্ষ্য হলো উচ্চাকাঙ্ক্ষী জেলাগুলিতে বসবাসকারী উপজাতীয় সম্প্রদায়ের মানুষজনের আর্থ-সামাজিক পরিস্থিতির উন্নয়ন ঘটানো।
২০২৪-২৫ সালের বাজেট বক্তৃতায় এই প্রকল্পের ঘোষণা করা হয়েছিল। এর আওতায় দেশের ৩০টি রাজ্য/কেন্দ্রশাসিত অঞ্চলের উপজাতি প্রধান ৫৪৯টি জেলা ও ২ হাজার ৭৪০টি মহকুমার প্রায় ৬৩ হাজার গ্রামকে আনা হবে। উপকৃত হবেন ৫ কোটিরও বেশি উপজাতি সম্প্রদায়ভুক্ত মানুষ।
প্রধানমন্ত্রী জনজাতীয় উন্নত গ্রাম অভিযানে সরকারের বিভিন্ন কল্যাণমূলক উদ্যোগের মাধ্যমে উপজাতীয় সম্প্রদায়ভুক্ত মানুষজনের সামাজিক পরিকাঠামো, স্বাস্থ্য, শিক্ষা ও জীবিকার উন্নয়ন ঘটানোর লক্ষ্য নেওয়া হয়েছে।
১৭টি মন্ত্রকের মাধ্যমে ২৫টি ক্ষেত্রে এই অভিযান চালানো হবে। এর মূল লক্ষ্য হলো:
লক্ষ্য-১ : প্রয়োজনীয় পরিকাঠামো গড়ে তোলা
ক) সবরকম সুবিধাযুক্ত পাকা বাড়ি নির্মাণ
খ) গ্রামের পরিকাঠামোর উন্নয়ন ঘটানো
লক্ষ্য-২ : অর্থনৈতিক ক্ষমতায়নের প্রসার
গ) দক্ষতা উন্নয়ন, উদ্যোগ স্থাপনে উৎসাহ এবং স্বরোজগারে সহায়তা
লক্ষ্য-৩ : উন্নতমানের শিক্ষা সকলের কাছে পৌঁছে দেওয়া
ঘ) শিক্ষার প্রসার
লক্ষ্য-৪ : স্বাস্থ্যকর জীবন এবং প্রবীণদের সুস্বাস্থ্য
ঙ) স্বাস্থ্য পরিচর্যার সুযোগ
প্রধানমন্ত্রী গতি শক্তি পোর্টালের মাধ্যমে গ্রামগুলিতে কাজের গতির উপর নজরদারি করা হবে।
প্রধামন্ত্রী জনজাতীয় উন্নত গ্রাম অভিযান সহযোগিতামূলক যুক্তরাষ্ট্রীয়তা, সরকারের সার্বিক দৃষ্টিভঙ্গি এবং সমন্বয় ও সম্প্রসারণের মাধ্যমে মানুষের কল্যাণের এক অনন্য দৃষ্টান্ত।
PG/SD/SKD
देशभर के जनजातीय समुदायों के उत्थान और उनके सामाजिक एवं आर्थिक विकास के लिए हम कृतसंकल्प हैं। इसी दिशा में एक बड़ी पहल करते हुए हमने प्रधानमंत्री जनजातीय उन्नत ग्राम अभियान को मंजूरी दी है। इससे हमारे 5 करोड़ से ज्यादा आदिवासी भाई-बहनों को लाभ होगा।https://t.co/fRbLd1sobd
— Narendra Modi (@narendramodi) September 18, 2024