নয়াদিল্লি, ৩ অক্টোবর, ২০২৩
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ ছত্তিশগড়ের বস্তারে মা দান্তেশ্বরী মন্দির দর্শন করেছেন এবং পুজো দিয়েছেন।
এক্স পোস্টে এক বার্তায় প্রধানমন্ত্রী বলেছেন ;
“বস্তারে মা দান্তেশ্বরীর পূজার্চনা করে তাঁর আশীর্বাদ নিয়েছি। ছত্তিশগড়ে আমার পরিবারের সমস্ত সদস্যের উন্নতি এবং তাঁরা যাতে আনন্দে থাকেন, সেই প্রার্থনাই করি।”
PG/CB/DM
बस्तर में मां दंतेश्वरी की पूजा-अर्चना कर उनका आशीर्वाद लिया। उनसे छत्तीसगढ़ के अपने सभी परिवारजनों की उन्नति और खुशहाली की कामना की। pic.twitter.com/qklVdCiQZe
— Narendra Modi (@narendramodi) October 3, 2023