Search

পিএমইন্ডিয়াপিএমইন্ডিয়া

সাম্প্রতিক সংবাদ

বিষয়টিকে সরাসরি পিআইবি থেকে নেওয়া হয়েছে

প্রধানমন্ত্রী গুরুদ্বোয়ারা রাকাবগঞ্জ দর্শন করে গুরু তেগবাহাদুরকে শ্রদ্ধা নিবেদন করেছেন

প্রধানমন্ত্রী গুরুদ্বোয়ারা রাকাবগঞ্জ দর্শন করে গুরু তেগবাহাদুরকে শ্রদ্ধা নিবেদন করেছেন


নতুন দিল্লি, ২০ই ডিসেম্বর, ২০২০

 

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী নতুন দিল্লির গুরুদ্বোয়ারা রাকাবগঞ্জ দর্শন করেছেন এবং গুরু তেগবাহাদুরকে তাঁর সর্বোচ্চ আত্মবলিদানের জন্য স্মরণ করেছেন।

প্রধানমন্ত্রী বলেছেন, “আজ সকালে, আমি ঐতিহাসিক গুরুদ্বোয়ারা রাকাবগঞ্জ সাহিবে প্রার্থনা করেছি, যেখানে শ্রী গুরু তেগবাহাদুর জির পবিত্র দেহ দাহ করা হয়েছিল। আমি নিজেকে আর্শীবাদধন্য বলে মনে করছি। বিশ্বের লক্ষ লক্ষ মানুষের সঙ্গে আমিও শ্রী গুরু তেগবাহাদুর জির উদারতায় গভীরভাবে অনুপ্রাণিত হই।

এটি গুরু সাহিবের বিশেষ কৃপা যে আমাদের সরকারের সময়েই আমরা শ্রী গুরু তেগবাহাদুর জির ৪০০তম প্রকাশ পর্বের বিশেষ অনুষ্ঠান উদযাপন করবো।

আসুন আমরা সকলে এই পবিত্র মুহুর্তটিকে ঐতিহাসিকভাবে উদযাপন করি এবং শ্রী গুরু তেগবাহাদুর জির আদর্শ মেনে চলি।”

***

 

 

CG/CB/SFS