Search

পিএমইন্ডিয়াপিএমইন্ডিয়া

সাম্প্রতিক সংবাদ

বিষয়টিকে সরাসরি পিআইবি থেকে নেওয়া হয়েছে

প্রধানমন্ত্রী গায়ক মুকেশের শততম জন্মবার্ষিকীতে শ্রদ্ধার্ঘ নিবেদন করলেন


                                                                                                                                                                                 নতুন দিল্লি, ২২ শে জুলাই ২০২৩
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী ভারতীয় সঙ্গীত জগতে মুকেশের অনপনেয় চিহ্নকে স্মরণ করেছেন। আজ সুরের যাদুকরের ১০০তম জন্মবার্ষিকী।
    প্রধানমন্ত্রী ট্যুইট করে লিখেছেন :
“সুরের যাদুকর মুকেশকে তাঁর ১০০ তম জন্মবার্ষিকীতে স্মরণ করছি। তাঁর কালোত্তীর্ণ গানগুলি আবেগ অনুভবে পরিপূর্ণ।ভারতীয় সঙ্গীতে সেগুলি অনপনেয় চিহ্ন রেখে গেছে। তাঁর স্বর্ণ কণ্ঠ এবং মনকাড়া পরিবেশন প্রজন্মের পর প্রজন্মকে মুগ্ধ করে রাখবে।”

CG/ AP/SG/(Release ID: 1941758)/  22 JULY 2023/W-120