নতুন দিল্লি, ২১ নভেম্বর ২০২৪
গায়ানার রাষ্ট্রপতি ডঃ মহম্মদ ইরফান আলি আজ তাঁর সরকারি বাসভবনে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীকে সেদেশের সর্বোচ্চ জাতীয় পুরস্কার দ্য অর্ডার অফ এক্সেলেন্সে সম্মানিত করেছেন। একজন দূরদর্শী রাজনীতিবিদ হিসেবে শ্রী মোদী বিশ্ব মঞ্চে উন্নয়নশীল দেশগুলির অধীকার রক্ষা এবং ভারত ও গায়ানার মধ্যে সম্পর্ক মজবুত করতে যে পদক্ষেপ নিয়েছেন তার জন্যই তাঁকে এই সম্মানে ভূষিত করা হয়।
পুরস্কার গ্রহণ করে প্রধানমন্ত্রী ভারতের জনগণকে এবং দুই দেশের জনগণের মধ্যে যে গভীর ঐতিহাসিক সম্পর্ক রয়েছে তার উদ্দেশ্যে পুরস্কারটি উৎসর্গ করেন। তিনি বলেন, তাঁর এই সরকারি সফর ভারত ও গায়ানার মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও শক্তিশালী করার প্রতি ভারতের প্রতিশ্রুতিবদ্ধতার প্রমাণ।
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী চতুর্থ বিদেশী নেতা যিনি গায়ানার সর্বোচ্চ জাতীয় পুরস্কারে ভূষিত হয়েছেন।
PG/PM/AS/
Sincerely thank President Dr. Irfaan Ali, for conferring upon me Guyana's highest honour, 'The Order of Excellence.' This is a recognition of the 140 crore people of India. https://t.co/SVzw5zqk1r
— Narendra Modi (@narendramodi) November 21, 2024