নয়াদিল্লি, ০৯ অক্টোবর, ২০২৪
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর পৌরোহিত্যে অনুষ্ঠিত কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে প্রধানমন্ত্রী গরীব কল্যাণ অন্ন যোজনা (পিএমজিকেএওয়াই) এবং অন্যান্য কল্যাণমূলক প্রকল্পের আওতায় জুলাই, ২০২৪ থেকে ডিসেম্বর, ২০২৮ পর্যন্ত বিনামূল্যে চাল সরবরাহে অনুমোদন দেওয়া হয়েছে।
পিএমজিকেএওয়াই (খাদ্যে ভর্তুকি)-এর অংশ হিসেবে এই ব্যয়ের পুরোটাই বহন করবে কেন্দ্রীয় সরকার। ৭৫তম স্বাধীনতা দিবসের ভাষণে প্রধানমন্ত্রী গণবন্টন ব্যবস্থার মাধ্যমে সুরক্ষিত চাল সরবরাহের কথা ঘোষণা করেছিলেন। ২০১৯ থেকে ২০২১ পর্যন্ত সময়ে জাতীয় পরিবার স্বাস্থ্য সমীক্ষা অনুযায়ী, দেশে রক্তাল্পতা এক বড় সমস্যা হিসেবে দেখা দিয়েছে, যার শিকার হচ্ছেন শিশু, মহিলা ও বিভিন্ন বয়সের মানুষ। শরীরে লৌহের ঘাটতি ছাড়াও ভিটামিন বি-১২ এবং ফলিক অ্যাসিডের অভাবের ফলে মানুষের মধ্যে পুষ্টিগত সমস্যা দেখা দিচ্ছে।
ভারতের জনসংখ্যার ৬৫ শতাংশই ভাতের উপর নির্ভরশীল। তাই, পুষ্টিসমৃদ্ধ চাল সরবরাহের মাধ্যমে ভিটামিন ও অন্যান্য ধাতুর ঘাটতি মেটানোর চেষ্টা চালানো হচ্ছে।
PG/MP/SB