Search

পিএমইন্ডিয়াপিএমইন্ডিয়া

সাম্প্রতিক সংবাদ

বিষয়টিকে সরাসরি পিআইবি থেকে নেওয়া হয়েছে

প্রধানমন্ত্রী গব্বর তির্থলে মহা আরতি অনুষ্ঠানে যোগ দিয়েছেন

প্রধানমন্ত্রী গব্বর তির্থলে মহা আরতি অনুষ্ঠানে যোগ দিয়েছেন


নয়াদিল্লি, ৩০ সেপ্টেম্বর, ২০২২

 

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী নবরাত্রি উপলক্ষে গব্বর তির্থলে মহা আরতিতে যোগ দেন। তিনি অম্বাজী মন্দিরে দর্শন ও পূজার্চনা করেন। ৫১ শক্তিপীঠের একটি এই অম্বাজী মন্দির গব্বর তির্থলের কাছে অবস্থিত। মন্দিরের পুরোহিতরা মহা আরতি করেন। মাউন্ট আবু পর্বতমালায় লেজার লাইটের সাহায্যে মা দুর্গার মূর্তি ফুটিয়ে তোলা হয়। এই মন্দিরের সুযোগ-সুবিধা উন্নয়নের জন্য মন্দির কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করেন প্রধানমন্ত্রী। 

মা দুর্গার কাছে প্রার্থনার পর, দু’দিনের গুজরাট সফর সমাপ্ত করেন প্রধানমন্ত্রী। 

শ্রী নরেন্দ্র মোদীর সঙ্গে ছিলেন গুজরাটের মুখ্যমন্ত্রী শ্রী ভূপেন্দ্রভাই প্যাটেল, রেল মন্ত্রী শ্রী অশ্বিনী বৈষ্ণব সহ অন্যরা।

 

PG/PM/SB