প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী নাগাল্যান্ডের মুখ্যমন্ত্রী শ্রী নেইফিউ রিও এবং তাঁর মন্ত্রী পরিষদের সদস্যদের পদ ও মন্ত্রগুপ্তির শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দিয়েছেন।
এক ট্যুইটে প্রধানমন্ত্রী বলেন, “শ্রী @Neiphiu_Rioজী এবং তাঁর মন্ত্রী পরিষদের সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দিয়েছিলাম। তারুণ্য ও অভিজ্ঞতার মিশ্রণে গঠিত এই দল নাগাল্যান্ডে সুপ্রশাসনের ধারাকে অব্যাহত রাখবে এবং জনসাধারণের আশা-আকাঙ্খা পূরণ করবে বলে আমি আশাবাদী। তাঁদের সকলকে আমার শুভেচ্ছা”!
Joined the oath taking ceremony of Shri @Neiphiu_Rio Ji and his Council of Ministers. I am confident that this team, which is a blend of youth and experience, will continue the good governance trajectory of Nagaland and fulfil people’s aspirations. My best wishes to them. pic.twitter.com/YdnIuKTYzl
— Narendra Modi (@narendramodi) March 7, 2023