নয়াদিল্লি, ১৭ জুলাই, ২০২৩
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী কাশ্মীরের শতাব্দী প্রাচীন ‘নমদা’ শিল্পের পুনরুজ্জীবন নিয়ে একটি নিবন্ধ ভাগ করে নিয়েছেন।
প্রধানমন্ত্রী ট্যুইট করে বলেছেন :
“কাশ্মীরের শতাব্দী প্রাচীন ‘নমদা’ শিল্পের পুনরুজ্জীবনের পর এখন তা বহু বছর বাদে বিশ্ব অঙ্গনকে স্পর্শ করায় রীতিমত আনন্দিত! আমাদের শিল্পীদের দক্ষতা ও সহশীলতার এটা এক সাক্ষ্য বহন করছে। আমাদের সমৃদ্ধ ঐতিহ্যের ক্ষেত্রে এই শিল্পের ফিরে আসা এক অসাধারণ খবর।”
CG/AB/NS …17.07.23 ….110
Delighted that Kashmir's centuries-old 'Namda' craft is reviving and now reaching global shores after years! This is a testament to our artisans' skills and resilience. This revival is great news for our rich heritage. https://t.co/t0dT7sb7QU pic.twitter.com/YfNafSwuNc
— Narendra Modi (@narendramodi) July 17, 2023