নয়াদিল্লি, ০৬ ফেব্রুয়ারি, ২০২৩
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী বিভিন্ন রাজ্যের ভাষা শেখার উপর সর্বদাই গুরুত্ব দেন। তাঁর ভাষণের শুরুতে তিনি প্রায়শই স্থানীয় ভাষায় শুভেচ্ছা জানান ও এক-দুটি বাক্য বলেন। আজ তিনি কন্নড় ভাষা শেখার একটি আকর্ষণীয় পদ্ধতি সকলের সঙ্গে ভাগ করে নিয়েছেন।
ছবিতে কন্নড় বর্ণমালা শিক্ষায় কিরণ কুমার এস – এর একটি ট্যুইটকে উদ্বৃত করে প্রধানমন্ত্রী বলেছেন, “আকর্ষণীয় পদ্ধতিতে একটি ভাষা শেখার সৃজনশীল এক উদ্যোগ, এখানে মিষ্টি কন্নড় ভাষা শেখানো হয়েছে”।
PG/CB/SB
A creative way to make learning languages a fun activity, in this case the beautiful Kannada language. https://t.co/OC8XQxh8Sa
— Narendra Modi (@narendramodi) February 6, 2023